বাংলা হান্ট ডেস্ক: রোজ কতকিছুই না ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে তা পৌঁছে যায় সকলের কাছেও। নাচ-গান-কমেডির মত একাধিক কন্টেন্টের ভিডিওর ভিড়ে মাঝে মাঝে এমন কিছু ভিডিও এসে উপস্থিত হয় যা জায়গা করে নেয় মনের মণিকোঠায়! অবলা পশু-পাখিদেরও যে মানুষের সাহায্যের প্রয়োজন হয় সেই কথাই যেন প্রমাণিত হয় সেখানে।
সম্প্রতি এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর যা দেখামাত্রই তা অত্যন্ত পছন্দ হচ্ছে নেটিজেনদের। আমরা সকলেই জানি যে, কিছুদিন আগেই আমাদের দেশ থেকে শীত বিদায় নিয়েছে। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে রোদের তীব্রতা। এমবতাবস্থায়, জলের সঙ্কটে ভোগে পশু-পাখিরাও। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে প্রাণও হারাতে হয়ে তাদের। এই পরিস্থিতিতে, গ্রীষ্মের দাবদাহ থেকে তাদেরকে বাঁচাতে সবাইকে সচেতন করার পাশাপাশি, তৃষ্ণার্ত বানরকে জল খাইয়ে দেওয়ার একটি ভিডিও সামনে এসেছে নেটমাধ্যমে।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, মহারাষ্ট্রের এক পুলিশকর্মী তৃষ্ণার্ত বানরদের জল সরবরাহ করছেন। মূলত, মুম্বাই-আহমেদাবাদ রুটের মালশেজ ঘাটে অবস্থানরত ট্রাফিক পুলিশরা বন থেকে রাস্তায় বেরিয়ে আসা প্রাণীদের জন্য বেশ কয়েকটি জলের বোতল বহন করছিলেন। সেখানেই একজন পুলিশকর্মী একটি তৃষ্ণার্ত বানরকে পরম স্নেহে জল খাওয়াতে থাকেন। অপরদিকে, বানরটিও বোতলটিকে হাত দিয়ে ধরে তৃষ্ণা মেটায়।
ইতিমধ্যেই এই ভিডিওটি “StreetDogsofBombay” নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে। কয়েক হাজার ব্যবহারকারী এই মন ভালো করা ভিডিওটি দেখে ফেলেছেন। পাশাপাশি, প্রায় ১৭ হাজার জন লাইক করেছেন এটি। ভিডিওটির ক্যাপশনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে লেখা রয়েছে, “মহারাষ্ট্র পুলিশকে স্যালুট এই অবলা শিশুগুলির প্রতি এত সদয় হওয়ার জন্য। গ্রীষ্মের তাপ বাড়ছে এবং এই অবলা শিশুরা জল খুঁজছে। তাই দয়া করে আপনার বাড়ির বাইরে জলের বাটি রাখুন এবং তাদের তাপ থেকে বাঁচান৷ এছাড়াও আমরা প্রায়শই দেখি রাস্তার কুকুরেরা যে কোনো দোকান/হোটেলের কাছে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে এই আশায় যে কেউ অবশিষ্ট খাবার দিতে পারে। তারা জানে না খাবার কিনতে টাকা লাগে। অন্যদিকে মানুষ পোষ্য কুকুর এবং রাস্তার কুকুরদের মধ্যে বৈষম্য তৈরি করে। এছাড়াও, তাদের ময়লা হিসাবে বিবেচনা করা হয়।”
View this post on Instagram
এদিকে, এই ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি, ভিডিওটি ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এছাড়াও, সকলেই ওই পুলিশকর্মীর দয়া ও সহানুভূতি দেখে মুগ্ধ হয়েছেন৷ এই প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, “এটি অত্যন্ত মন ভালো করা ভিডিও”। এছাড়াও, অন্য একজন লিখেছেন, “ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন।”