প্রেমে মশগুল হয়ে লাইনে শুয়ে ফোনে কথা মহিলার! উপর দিয়ে চলে গেল আস্ত ট্রেন! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে পরিবহণ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল রেলপথ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াতের মাধ্যমে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। পাশাপাশি, দিন দিন বাড়ছে ট্রেনের যাত্রীসংখ্যা। অন্যান্য পরিবহণ ব্যবস্থার চেয়ে ট্রেনের ভাড়া অনেকটাই কম হওয়ায় নিত্যযাত্রীদের কাছেও প্রথম পছন্দের তালিকায় থাকে রেলপথ।

তবে, প্রায়শই ট্রেনে বিভিন্ন দুর্ঘটনার খবরও শুনতে পাই আমরা। জনবহুল এলাকায় রেল লাইন পেরোতে গিয়ে কিংবা অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গিয়ে অনেকেই প্রাণ হারান। রেলের তরফে বারংবার একাধিক ব্যবস্থা নেওয়া হলেও এড়ানো যাচ্ছেনা এইসব দুর্ঘটনা। তবে, সম্প্রতি এমন একটি ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে যা দেখে কার্যত অবাক হয়েছেন সকলে। শুধু তাই নয়, ওই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে।

   

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে দিনের বেশ কিছুটা সময় আমরা অতিবাহিত করি। গুরুত্বপূর্ণ খবরের আপডেটের পাশাপাশি কোথায় কি হচ্ছে তা এক লহমায় জানতে পারি আমরা। শুধু তাই নয়, প্রতিদিন ভাইরাল হওয়া হাজার হাজার সব দুর্লভ ভিডিও পাওয়া যায় এখানে। সময় কাটানোর জন্য কিংবা মনোরঞ্জনের ক্ষেত্রে এগুলি দেখতে ভালোবাসেন নেটিজেনরা।

কথায় আছে “রাখে হরি মারে কে”, অর্থাৎ কপাল ভালো থাকলে যে সবরকম বিপদের হাত থেকেই সহজে রক্ষা পাওয়া যায়, সেটাই যেন একবার প্রমাণ হয়ে গেল সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে। ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি মালগাড়ি নির্দিষ্ট ট্র্যাকে চলে যাওয়ার পরই সেই ট্র্যাকে একটি মহিলাকে শুয়ে থাকতে দেখা যায়। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি।

কিন্তু, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, ওই মহিলাটি এই বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েও ফোনে কথা বলতে ব্যস্ত থাকেন। তাঁকে দেখে মনেই হয়না যে তাঁর ওপর দিয়ে আস্ত একটি ট্রেন চলে গিয়েছে। নিজেই ওখান থেকে উঠে ফোনে কথা বলতে ব্যস্ত থাকেন তিনি। আর ওই ভিডিও দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।

সৌভাগ্যবশত এই পুরো ঘটনায় কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হননি ওই মহিলা। এদিকে, ওই অবাক করা ভিডিওটি আইপিএস অফিসার দীপাংশু কাবরা তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। পাশাপাশি, তিনি ক্যাপশনে লিখেছেন: “ফোনের আড্ডাটা বেশি গুরুত্বপূর্ণ।”

মোট ২১ সেকেন্ডের এই ভিডিওটি এখনও পর্যন্ত ৮৭ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। এছাড়াও, ভিডিওটি দেখার পর নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে, এহেন ভিডিও যে কেউ আগে কখনও দেখেননি তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর