বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগে দেশজুড়ে টিকটক (tik tok) বর্জন করার দাবি উঠলেও তাতে এই চীনা অ্যাপের জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। প্রতিদিনই একের পর এক ভিডিও ভাইরাল (viral) হয়ে চলেছে এই অ্যাপে। এবার এই প্ল্যাটফর্মেই টিকটক বেকারদের কাজ বলে মন্তব্য এক তরুণীর। মুহুর্তে সামাজিক মাধ্যমে নেটিজেনদের পছন্দের তালিকায় উপরের দিকে উঠে আসে ভিডিওটি।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।
টিকটক ছাড়া এই মুহুর্তে অনেকেই সময় কাটানোর অন্য উপায় ভাবতে পারেন না৷ তেমনই এক তরুণী ভিডিওতেই নিজের বন্ধুকে টিকটক ভিডিও করবার জন্য জারিজুরি করতে থাকে। কিন্তু বন্ধুর জবাব শুনে মুখ চুন হয়ে যায় মেয়েটির। আর সেই কথোপকথনের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।
টিকটকের মত প্ল্যাটফর্ম গুলি ক্রমশ সামাজিক মাধ্যমে যুব সমাজকে আসক্ত করে চলেছে এই অভিযোগ বহু দিনের। টিকটকে বহু ভিডিও আপত্তিকর বলেও বার বার অভিযোগ উঠেছে। যদিও এতে যুবক যুবতীদের উৎসাহে ভাঁটা পড়েনি। বরং আরো অনেক বেশী ভিডিও পোস্ট হচ্ছে প্রতিদিন। যা নিয়ে আশঙ্কার কালো মেঘ দেখছেন অনেকেই।