বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতে জানার বা অতীতকে ফিরে দেখার আগ্রহ আমাদের সবার মধ্যেই আছে। শুধু আমার আপনার মত সাধারন মানুষ নয়, অনেক বিজ্ঞানী বহু বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন অতীত বা ভবিষ্যৎ দেখার যন্ত্র বা টাইম ট্রাভেলকে নিয়ে। টাইম ট্রাভেল মানে ভবিষ্যতে বা অতীতে যাওয়া এবং আবার ফিরে আসা। এই বিষয়টি নিয়ে কয়েক দশক ধরে আলোচনা চলে আসছে। আলোচনার পাশাপাশি অনেক বিজ্ঞানী টাইম ট্রাভেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, কিন্তু সবাই ব্যর্থ হয়েছেন। তবে ইতিমধ্যেই একজন ব্যক্তি দাবি করছেন তিনি পাঁচ হাজার বছর পরের পৃথিবী থেকে ঘুরে এসেছেন। এই দাবির পক্ষে যথেষ্ট প্রমাণও নাকি আছে তার কাছে ।
এডওয়ার্ড নামের এই ব্যক্তিটি অ্যাপেক্স টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ২০০৪ সালে একটি গোপন টাইম ট্রাভেল পরীক্ষার অংশ ছিলেন তিনি। সংস্থার পক্ষ থেকে তাকে পাঁচ হাজার বছর পরের পৃথিবীতে পাঠানো হয়। তিনি সেই টাইম ট্রাভেলে যাত্রা করে পাঁচ হাজার বছর পরের লস এঞ্জেলাসে পৌঁছোন। সেখানে পৌঁছে তিনি নাকি অবাক হয়ে যান। দেখতে পান গোটা শহরটা ডুবে গিয়েছে জলের নিচে।
এডওয়ার্ড জানিয়েছেন তিনি লস এঞ্জেলস এর একটি পরীক্ষা কেন্দ্রে কর্মরত ছিল। তাকে ভবিষ্যতে পাঠানোর জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এরপর তাকে একটি কাঠের মঞ্চে দাঁড় করানো হয়। তারপর তিনি দেখেন তার চারপাশের পরিবেশ বদলে গেছে। তিনি বুঝতে পারেন এটি লস এঞ্জেলাস শহর।শহরটি ডুবে গেছে জলের নিচে।
সাক্ষাৎকারে এডওয়ার্ড বলেছেন, ভবিষ্যতে ভ্রমণ করার সময় তিনি ওই এলাকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেন। তাদের সাথে কথা বলে তিনি জানতে পারেন ভয়ংকর রকম বন্যায় শহরের এই অবস্থা। এর জন্য দায়ী বিশ্ব উষ্ণায়ন। সাক্ষাৎকারটি চলার সময় এডওয়ার্ডের হাতে ধরা ছিল একটি ছবি। তাতে দেখা যাচ্ছে একটি শহর সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে গেছে। তবে এডওয়ার্ডের এই দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে ধন্ধে সাধারণ মানুষ।