মদ্যপ অবস্থায় উদ্দাম নাচ তৃণমূল নেতার! দেখে নেওয়ার হুমকি সাংবাদিকদের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে মদ্যপ অবস্থায় বিখ্যাত হিন্দি ছবির গানের সাথে কোমর দুলিয়ে নাচ আর তার উপর সেই ভিডিও মানুষের সামনে না দেখানোর জন্য সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনা ঘটলো জলপাইগুড়ি জেলার বানারহাট নামক অঞ্চলে। সৌজন্যে এলাকার ব্লক তৃণমূল সভাপতি নয়ন দত্ত এবং যুব সভাপতি বিমল মাহালি।

বুধবার একটি নাচের ভিডিও ভাইরাল হতে থাকে। ভিডিওটিতে দেখা যায় তৃণমূল নেতা নয়ন দত্ত বিখ্যাত ডন সিনেমার গানে নৃত্য করে চলেছেন। ঘটনার সময় তাঁর অবস্থা দেখে এটি স্পষ্ট বোঝা যায় যে, তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে তৃণমূল নেতাকে ঘিরে বেশ কিছু মানুষের সমাগম চোখে পড়ে। তারা ক্রমাগত নাচের তালে তৃণমূল নেতাকে হাততালি দিয়ে আরো উৎসাহ দিতে থাকেন। বলে দিই, এই ভিডিওর সত্যতা বাংলা হান্টের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।

সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে গোটা সোশাল মিডিয়ার সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকি তাঁর নাচের ভিডিও নিয়ে কোনো সাংবাদিক যদি খবর প্রকাশ করেন, তবে তাকে দেখে নেওয়ার হুমকিও দেয় এই তৃণমূল নেতা। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই রাজ্যের শাসক দলকে একযোগে আক্রমণ করে বিরোধী দলগুলি।

বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, “আমাদের রাজ্যের বর্তমান সরকার যেভাবে মদের দোকান খোলা রাখার পাশাপাশি তার দাম কমিয়ে চলেছে, রাতের বেলা ডান্সিং বার খোলার অনুমতি দিয়েছে, সেখানে তাঁর দলের কর্মীরা এহেন কাজ করবে, সেটাই স্বাভাবিক ঘটনা। আপনারা সাংবাদিকরা সারাদিন পরিশ্রম করে সত্য ঘটনা মানুষের সামনে এনে চলেছেন। কিন্তু এর ফলে তৃণমূলের ভিতরের সব সত্যি মানুষের সামনে চলে আসছে। ফলে তাদের ক্ষতি হচ্ছে আর এই কারণে বর্তমানে সাংবাদিকদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।”

এছাড়াও, ভিডিও ভাইরাল হতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে সিপিএম নেতা জয়ন্ত মজুমদার বলেন, “আজ ওরা নাচছে আর বাংলার মানুষকে তাদের সঙ্গে একইভাবে নাচতে বাধ্য করে তুলছে। এরকম পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে ভবিষ্যতে বাংলার ছাত্র যুব সমাজ ধীরে ধীরে খারাপ পথে অগ্রসর হবে।”


Sayan Das

সম্পর্কিত খবর