বাংলাহান্ট ডেস্ক : সামনেই একুশে জুলাই। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। প্রতিবছরই শহীদ দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উন্মাদনা থাকে তুঙ্গে। একুশে জুলাই আসার অনেক আগে থেকেই জেলায় জেলায় শুরু হয়ে যায় প্রস্তুতি। শহীদ দিবসের প্রস্তুতি সভা হিসেবে প্রতিবছরই রাজ্যের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ও বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
গত দু’বছর করোনার বিধি নিষেদের জন্য ধর্মতলায় শহীদ দিবস পালন বন্ধ ছিল। এ বছর করোনার প্রকোপ কিছুটা কমায় ফের ধর্মতলায় শহীদ দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যান্য বছরের মতই রাজ্যে নানা প্রান্তে শহীদ দিবসের প্রচার চালানো হচ্ছে দলের পক্ষ থেকে। মিটিং মিছিলের পাশাপাশি এবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কিন্তু প্রশ্ন হল কি এমন ছিল সেই ভিডিওতে যার কারণে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল ভিডিওটি? দেখা যাচ্ছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে একুশে জুলাইয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে। ইংলিশ বাজনা, ঢাকঢোল, বিভিন্ন ধরনের নৃত্যশিল্পী ও ক্লাউন দের নিয়ে মিছিল করা হচ্ছে স্থানীয় নেতৃত্বের আহ্বানে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ডিজে বাজিয়ে রীতিমতো নাচে মেতেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এক ঝলকে দেখলে মনে হবে এটা হয়তো কোন পূজোর ভাসানের শোভাযাত্রা।
কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে মিছিলের শুরুতে শহীদ দিবস উপলক্ষে একটি বড় পোস্টার। সেই পোস্টারে সবাইকে আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে। এর আগে শহীদ স্মরণে নানা ধরনের অনুষ্ঠান দেখা গেলেও এই ধরনের ডিজে বাজনা বাজিয়ে নাচের তালে মিটিং এর প্রস্তুতি এই প্রথম। এই ভিডিওটি ফেসবুকে আসার পর রীতিমত ভাইরাল হয়ে যায়।