চামচ দিয়ে পাখিদের খাওয়াচ্ছে একরত্তি, জীবসেবার ভাইরাল ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ”বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর!”৷ এক শিশুর শিবজ্ঞানে জীবসেবার এক ভিডিও এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল (viral video)

20200720 111238

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভালো করে দেওয়া ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক ছোট্ট শিশু ছোট একটি প্লেট থেকে চামচ দিয়ে পরম যত্নে পাখিদের খাওয়াচ্ছে। পাখিরাও তার আসে পাশে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আনন্দে হইচই করছে। শিশুটির এই জীবসেবা আপনাকে বারবার দেখতে হবেই।

বনকর্মী সুশান্ত নন্দা এই ভিডিও পোস্ট করে লেখেন, “হৃদয়কে শিক্ষিত না করে মনকে শিক্ষিত করার কোনও অর্থ নেই। আসুন বাচ্চাদের শিখিয়ে দি যে আমরা ভালোবাসার জন্য জন্ম গ্রহণ করেছি,”। পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা। “এটিই আসল শিক্ষা, অন্যরা কেবল তথ্য সংগ্রহ করছে,” একজন ব্যবহারকারী বলেছেন। অন্য একজন ব্যবহারকারী যোগ করেছেন, “এটি খুবই হৃদয়গ্রাহী”

https://twitter.com/susantananda3/status/1284667366610055169?s=19

https://twitter.com/VedSingh93/status/1284789222654611456?s=19

https://twitter.com/Manoranjanjha4/status/1284827422169288704?s=19

 

সম্পর্কিত খবর