হিন্দু ধর্মের অপমান, শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য! ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে FIR দায়ের বিজেপি নেতার

বাংলাহান্ট ডেস্ক : নূপুর শর্মার বিতর্কিত বক্তব্যের জের অগ্নিগর্ভ গোটা বাংলা। চলছে দফায় দফায় অবরোধ, নির্বিচারে ভাঙচুর ও হিংসা। এই পরিস্থিতিতে গত শনিবার ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন করে তাঁরা যেন শান্ত হন। কোনও রকম প্ররোচনায় যেন পা না দেন তাঁরা। তার সঙ্গে তিনি পুরো ঘটনার জন্য মোদি এবং অমিত শাহকে দায়ি করেন। নূপুর শর্মা এখনও গ্রেফতার না হওয়ায় প্রশ্নও তোলেন পীরজাদা। এই বিতর্কের আগুনে এবার ঘৃতাহুতি দিলেন সিংহবাহিনীর প্রেসিডেন্ট এবং বিজেপি নেতা দেবদত্ত মাজি। তালতলা থানায় ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দেবদত্তবাবু।

কী বিষয়ে অভিযোগ করলেন দেবদত্ত মাজি?

ঘটনার সূত্রপাত গত শনিবার। বিজন চক্রবর্তী নামে এক ব্যক্তি তাঁর ফেসবুক প্রোফাইল থেকে গত শনিবার ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে ত্বহা সিদ্দিকী জামা মসজিদে পাওয়া শিব লিঙ্গের বিষয়ে বেশ বক্তব্য রাখছেন। বলাই বাহুল্য তাঁর কথাগুলি বেশ অপমানজনক। তিনি বলছেন, ‘জামা মসজিদে নাকি লিঙ্গ পাওয়া গেছে। এটা তো সমাজের একটা হাসির খোরাখ বলে মনে হচ্ছে। শিবের কত বড় লিঙ্গ! সারা ভারতে ঘুরেঘুরে বেড়াচ্ছে। শিবের লিঙ্গের এত পছন্দ যে মুসলমানদের মসজিদগুলিতে গিয়ে বসে পড়ছে। কোনদিন শুনবেন ফুরফুরা শরিফেও শিবের লিঙ্গ চলে এসেছে। এসব পাগলদের কথা।’ এই ভিডিও শেয়ার করে বিজন বাবু লিখেছেন ‘এটা নিয়ে কী কিছু হবে ? এফআইআর করার মতো কেউ আছে ?

তিনি আরও লেখেন, ‘দয়া করে রাজনীতি টানবে না, আরাধ্য দেবতা শিব কে কটুক্তি করেছে , আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করছি , ট্যাগ লিস্টে যারা আছে সকলেই আইন সম্পর্কে অবগত আছো।’

এই প্রেক্ষিতেই তালতলা থানায় অভিযোগ দায়ের করেন দেবদত্ত মাজি। তালতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে লেখা চিঠিতে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ত্বহা সিদ্দিকী খুব অপমানজনক ভাষায় হিন্দুদের দেবতার উপহাস করছেন। তিনি ইচ্ছাকৃত ভাবেই হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। তাঁর কোনও অধিকার নেই কারুর অনুভূতি নিয়ে এভাবে কথা বলার। ত্বহা সিদ্দিকীর বক্তব্য আমার ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। বাংলার বর্তমান উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এই ভিডিও। আমি প্রশাসন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করুক।’


Sudipto

সম্পর্কিত খবর