ট্রাফিক গার্ডের অফিসে উদ্দাম নাচ পুলিশের, সঙ্গে রয়েছেন ওসি-ও! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি! সঙ্গে বিরোধীদের কটাক্ষ। নিজের দফতরের মধ্যে পুলিশের উর্দি খুলে নাচে ব্যস্ত স্বয়ং ট্রাফিক বিভাগের ওসি। সহকর্মীরাও তাঁর সঙ্গে পা মেলাচ্ছেন। এমনই দৃশ্য এখন ভাইরাল সর্বত্র।

ভিডিওতে ধূপগুড়ি এলাকার ট্রাফিক বিভাগের ওসি অভিজিৎ সিংহকে দেখা যাচ্ছে। ফলে এই ভাইরাল ভিডিয়ো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় আপনি দেখতে পাবেন, ট্রাফিক দফতরের মধ্যে সশব্দে গান বাজছে এবং তার তালে তালে উদ্দাম নাচছে একদল পুলিশ। সূত্রের খবর, ভাইরাল ভিডিওটি দোলের দিনের। দোলে অতিরিক্ত এনজয় করতে গিয়েই ট্র্যাফিক পুলিশ কর্মীরা এহেন কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ।

জলপাইগুড়ি জেলার তৃণমূল সম্পাদক রাজেশ কুমার সিংহ বলেন, “এটা পুলিশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কোনও মন্তব্য করা ঠিক নয়। যদি কিছু হয় তা হলে সেটা পুলিশ সুপার দেখে নেবেন।”

বিরোধী দল অবশ্য এই ঘটনায় শাসক দলকে বিঁধতে ছাড়েনি। জলপাইগুড়ির বিজেপি নেতা বাপি গোস্বামী বলেন, “থানার মধ্যে এমন দৃশ্য পূর্বে বিহারে দেখা যেত। এটা এখন পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে। এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি হয়ে উঠেছে।” ধূপগুড়ির সিপিএমের জোনাল সম্পাদক নির্মাল্য ভট্টাচার্যের জবাব , “এটা আগে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিল না। কিন্তু এই সংস্কৃতি তৃণমূলের শাসনে তৈরি হয়েছে। এটা অন্ত্যন্ত নিন্দাজনক ঘটনা।” ফলে বর্তমানে ভিডিওটির জন্য এক নতুন বিতর্ক দানা বেঁধেছে এবং এক রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করেছে তা অনস্বীকার্য।


Sayan Das

সম্পর্কিত খবর