তিরঙ্গায় রাঙা হল ঝর্ণার জল, স্বাধীনতা দিবসে ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : স্বাধীনতা দিবসের দিন স্বদেশ প্রেমের যে ভিডিও গুলি ভাইরাল (viral video) হয়েছে তাদের বেশিরভাগের বিষয় আমাদের প্রিয় তেরঙ্গা জাতীয় পতাকা। সেই ভিডিও গুলির মধ্যে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই জোর চর্চায় উঠে এসেছে। দেশপ্রেম নাকি দূষণ এই বিতর্ক ঘিরে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া।

PicsArt 08 17 12.22.06

ভাইরাল ভিডিওটি শেয়ার করেছে বলিউডের বিখ্যাত পাপারাজ্জি ‘ভাইরাল বাহিনী ‘।  ভিডিও টিতে দেখা যাচ্ছে,  একটি ঝর্ণার জল রাঙিয়ে দেওয়া হয়েছে ভারতের জাতীয় পতাকার রঙে। ভাইরাল বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, কোনো আলোর কারসাজি নয় এটি। ঝর্ণার জলে মিশিয়ে দেওয়া হয়েছিল  গেরুয়া, সাদা ও সবুজ রঙ।

বলা বাহুল্য, আলোর কারসাজি ছাড়া তেরঙ্গার রঙে রঙিন ঝর্ণা অত্যন্ত চমকপ্রদ। যা দেখে মজেছে নেট দুনিয়া। অনেকেই এই পোস্টের কমেন্ট বক্সে জয় হিন্দ লিখলেও এক অংশের নেটদুনিয়া এই ভিডিওটিতে নাখুশ।

তাদের মতে এটা কোনো দেশপ্রেম নয়, ঝর্ণার জলে এই ধরনের কেমিক্যাল মিশিয়ে দেওয়ায় তা ভবিষ্যতে প্রকৃতির ওপর ভয়ংকর ক্ষতি করতে পারে। তারা প্রশ্ন তুলছেন, কেন এই ভাবে জলের সাথে কেমিক্যাল মিশিয়ে দেওয়া হল? এটা তো অন্য ভাবেও করা যেত। রঙের বদলে আলো দিয়ে করলে তাতে দেশপ্রেম কিছু কম হত না কিন্তু এই ভাবে প্রকৃতির ধ্বংস সাধন অবিবেচকের মতই কাজ।

প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা দিবসে বুর্জ খলিফা, নায়াগ্রা ফলসকেও তেরঙ্গায় রাঙানো হয়েছিল। কিন্তু পুরোটাই আলোর কারিকুরিতে। তাতে কোনো রং এর ব্যাবহার হয় নি

সম্পর্কিত খবর