প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গুলি চালাচ্ছেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক চাপানউতোর

বাংলা হান্ট ডেস্কঃ প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গুলি চালাচ্ছেন তৃণমূল নেতা। ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জানা গিয়েছে যে, হুগলির রিষড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান প্রশাসকমণ্ডলীর সহকারী চেয়ারম্যান জাহিদ হাসান খানের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যদিও, এই ঘটনায় কারও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

ভাইরাল ভিডিওতে তৃণমূল নেতা জাহিদ হাসান খানকে প্রকাশ্যে গুলি চালাতে দেখা গিয়েছে। যদিও, ভিডিওটি কবেকার এবং কোথাকার তা জানা যায়নি। তবে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদলগুলো শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা জাহিদ হাসান এই নিয়ে মুখ খুলতে রাজি হন নি।

ভিডিও ভাইরাল হওয়ার পর শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি স্নেহাশিষ চক্রবর্তী বলেন, ‘এই ভিডিও যে এখানকার সেটা বলা যাবে না। আগে ভিডিওর সত্যতা যাচাই করা হোক। বন্দুকটি আদৌ আসল না খেলনার, সেটাও তো জানা নেই।” অন্যদিকে বিজেপির নেতা ভাস্কর ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন, ‘তৃণমূলের কাছে গুলি, বন্দুক নতুন কিছু নয়। এসব নিয়েই তো ওদের কারবার।”

উল্লেখ্য, এর আগেও কয়েকবার শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে বেআইনি অস্ত্র নিয়ে ভিডিও বা ছবি ভাইরাল হয়েছে। কখনও মিছিলের মধ্যে বন্দুক উঁচিয়ে উল্লাস করা, আবার কখনও কোমরে পিস্তল গুঁজে মিছিলের নেতৃত্ব করা। যদিও, তৃণমূলের পক্ষ থেকে এমন নেতার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানা রয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর