বাংলা হান্ট ডেস্ক: ত্রিপুরায় সমস্ত মাদ্রাসা নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার সে রাজ্যের বিজেপি সরকার। আর তার ঠিক পর পরই মাদ্রাসা নিষিদ্ধ করার সংক্রান্ত মন্তব্যের কারণে প্রাণ নাশের হুমকি দেওয়া হল ত্রিপুরার এক বিজেপি বিধায়ককে। একটি ভিডিওর মাধ্যমে এক ব্যক্তিকে ওই হুমকি দিতে দেখা যায়। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
আসামের পথে হেঁটে ত্রিপুরাতেও মাদ্রাসা নিষিদ্ধ করতে চায় সে রাজ্যের বিজেপি সরকার। আর এই দাবিতেই প্রথম সরব হন ত্রিপুরার ছাবমানু আসনের বিজেপি বিধায়ক শম্ভু লাল চাকমা। বিধায়কের দাবি, ‘মাদ্রাসা থেকে পড়াশোনার ফলে দেশে সন্ত্রাসী এবং অসামাজিক দুষ্কৃতি তৈরি হয়।’ তাঁর এহেন মন্তব্যের পরই কার্যই হইচই পড়ে যায় সেই রাজ্যে। এই দাবিতে ক্ষুদ্ধ হয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক সমিতি সহ অন্যান্য বেশ কয়েকটি মুসলিম সংগঠন। এমনকি ওই বিধায়কের কাছে তাঁর বক্তব্যের প্রমাণও দাবি করে মাদ্রাসা শিক্ষক সংগঠন। আর এর পরই এহেন প্রাণনাশের হুমকি দেওয়া হল ওই বিধায়ককে।
স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই হুমকির ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনীর পোষাকের মতন পোষাক পরা এক ব্যক্তিতে। ভিডিওর শুরুতেই প্রথমেই ‘আসসালাম ওয়ালে কুম’ বলে শুরু করেন ওই ব্যক্তি। তারপরই সরাসরি বিজেপি বিধায়ক শম্ভু লাল চাকমার নাম করেই চলে হুমকি। এমনকি তাঁর মা এবং তাঁর উদ্দ্যেশ্যেও দেওয়া হয় চুড়ান্ত অশ্লীল গালাগালি। ভিডিওতে ওই ব্যক্তির হাতে একটি ছুরিও দেখা যায়। সেই ছুরিই বিধায়কের বুকে বিঁধিয়ে তাঁকে খুন করবেন বলেও জানান ওই ব্যক্তি।’
এহেন ঘটনা সামনে আসার পরই তৎপর হয় সেই রাজ্যের পুলিশ। ধলাই জেলার এসপি ধলাই যাদব জানিয়েছেন, ‘মামলা নথিভুক্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চালাচ্ছে পুলিশ। যে ব্যক্তি হুমকি দিয়েছে সেই অভিযুক্তের স্যোশাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে অনেক তথ্যই সামনে এসেছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।’ প্রকাশ্যেই বিজেপি বিধায়ককে খুনের এহেন হুমকিতে যে বেশ ভালোরকম চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরায় তা বলাই বাহুল্য।