রিয়েলিটি শো তে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করেছিল দুই শিশু, নোটিশ পাঠাল কেন্দ্র! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিদ্রুপ করে কেন্দ্রের ক্ষোভের শিকার জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড। এই টিভি চ্যানেলের একটি শো তে দুই শিশু প্রতিযোগী ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রীকে অপমান করেছে বলেই অভিযোগ কেন্দ্রের। এই অভিযোগের প্রেক্ষিতে চ্যানেলের কাছ থেকে ৭ দিনের মধ্যেই পুরো ব্যাপারটির ব্যাখ্যা চেয়েছে ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক।

জি এন্টারটেইনমেন্ট এর একটি রিয়েলিটি শো তে দুই শিশু প্রতিযোগীকে নরেন্দ্র মোদীর পোষাক, দেশভ্রমণ, এবং নোটবন্দীকে কেন্দ্র করে রসিকতা করতে দেখা যায়। এই ঘটনা নজরে আসার পরই চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তামিলনাড়ুর বিজেপি আইটি সেল এবং স্যোশাল মিডিয়া উইংয়ের সভাপতি সি টি আর নির্মল কুমার।

তাঁর অভিযোগ, ‘চ্যানেলের একটি রিয়েলিটি শো তে দুই শিশু প্রতিযোগী ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছে। নোটবন্দী, প্রধানমন্ত্রীর পোষাক, রাজনৈতিক কারণে ভ্রমণ ইত্যাদি বিষয়ে জেনে শুনেই মজা করতে দেখা যায় তাদের। শো তে প্রধানমন্ত্রী সম্পর্কে জঘন্য মন্তব্য করা হয়েছে’। তামিল ছবি ‘ইমসাই আরসান ২৩ এম পুলিকেশি’ কে থিম করে ওই রিয়েলিটি শো তে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিল ওই দুই শিশু। রিয়েলিটি শোয়ের পুরো বিষয়বস্তুটিকে হিন্দির পাশাপাশি আরও একাধিক ভাষাতেও অনুবাদ করা হয় সম্প্রচারের জন্য।

https://twitter.com/DrSenthil_MDRD/status/1482420806214770689?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1482420806214770689%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fchennaimemes.in%2Fbjp-politicians-got-agitated-on-seeing-this-video-of-kids-trolling-pm-modi%2F

এই ব্যাপারে সরাসরি কোনোরকম মন্তব্য করতে অস্বীকার করেছেন জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড এর ক্লাস্টার অফিসার  সিজু প্রভাকরণ। তিনি জানিয়েছেন, চ্যানেলের কর্পোরেট কমিউনিকেশন টিম পুরো ব্যাপারটি দেখছে। যত তাড়াতাড়ি সম্ভব পুরো ব্যাপারটির ব্যাখ্যা দেওয়া হবে। সূত্রের খবর, শো এর এই এপিসোডটিকে সরিয়ে নেওয়া হবে বলেই জানানো হয়েছে জি এন্টারটেইনমেন্ট এর তরফে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর