বাড়িতেই দুই মাথাযুক্ত সাপ খুঁজে পেলেন মহিলা, ভিডিও প্রকাশ্যে আসতেই হল তুমুল ভাইরাল

viral video : একটি নয় দুটি মাথা যুক্ত সাপের একটি ভিডিও এই মুহুর্তে তুমুল ভাইরাল হয়েছে। এই  বিরল দ্বি-মাথাযুক্ত সাপ টি দেখা গিয়েছে আমেরিকার   উত্তর ক্যারোলিনার এক বাড়িতে।   জ্যানি উইলসন নামক এক মহিলা তার সানরুমে এই ছোট্ট সাপটিকে দেখতে পান।

IMG 20201002 183415

তিনি স্বীকার করেছেন যে সাপের আকস্মিক উপস্থিতিতে তিনি “হতভম্ব” হয়ে গিয়েছিলেন।  তার  অনুমান ছিল এটি প্রায় এক ফুট দীর্ঘ লম্বা।  তিনি কোনও টেবিলের কাছে সাপটিকে দেখার সাথে সাথেই তিনি তার পরিবারের জন্য ডাকলেন।তার জামাই কিছুটা দূরেই ছিলেন তিনি ডাক শুনে ছুটে আসেন।

পরে তিনি সাপটির একটি ভিডিও সামাজিক  মাধ্যমে  আপলোড করেন। ভিডিও টি পোস্ট হবার সাথে সাথেও নেটজনতা তার  কাছে জানতে চান যে সাপটিকে বন্যের মধ্যে কি ছেড়ে দেওয়া হয়েছে  বা এমন কাউকে দান করা হয়েছে যিনি বন্দিদশায় তার যত্ন নিতে সহায়তা করতে পারেন।  তিনি অবশ্যই চাননি যে এটি ক্ষতিগ্রস্থ হোক বা হত্যা করা হোক।

https://www.facebook.com/jeannie.simmons.77/videos/3607952949228499/

কিছুদিন আগেই ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের কাছে কল্যাণ-গান্ধার রোড থেকে উদ্ধার হয়েছে এই সাপটি। ডিম্পল  শাহ নামের স্থানীয় এক বাসিন্দা প্রথম এই সাপটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন।  বনদপ্তর এসে এই বিরল সাপটিকে উদ্ধার করেন। তারা জানিয়েছেন,  এই সাপটির দুটি মাথাই সক্রিয়। বিরল জিনঘটিত কারনেই এমন সাপের জন্ম হয়েছে।

২০ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করেছেন ভারতীয় বনদপ্তর আধিকারিক সুশান্ত নন্দা। পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কমেন্ট বক্সে উপচে পড়ে ক্ষোভ৷ দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও

 

সম্পর্কিত খবর