মানুষের মতই কুস্তি লড়ছে দুই ইঁদুর! ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক বাড়িতেই কমবেশি ইঁদুরের উপস্থিতি লক্ষ্য করা যায়। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে তো ইঁদুরের প্রাদুর্ভাবে অতিষ্ঠ হয়ে ওঠে লোকজন। তবে, এবার এমন একটি দৃশ্য সামনে এসেছে যা দেখে কার্যত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। আমরা সকলেই জানি যে, জীবজন্তুদের মধ্যে মারামারি অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। যদিও, মানুষের মধ্যেও তা পরিলক্ষিত হয়।

কিন্তু, এবার দুই ইঁদুরের মধ্যে মারামারির ঘটনা এসেছে সামনে। যেখানে তারা হুবুহু মানুষের মতই কুস্তিতে মেতে উঠেছে। এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। মূলত ঘরের মধ্যে থাকা সিসিটিভিতেই মজার এই ঘটনাটি ফুটে উঠেছে। আর সেটা নেটমাধ্যমে আসার পর তুমুল গতিতে ভাইরাল হয়ে পৌঁছে গিয়েছে সকলের কাছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমাদের কাছে নেটমাধ্যম এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা দিনের একটা বড় সময় কাটাই। পাশাপাশি এখানে মনোরঞ্জনের জন্য থাকে হাজার হাজার ভাইরাল ভিডিওর ভিড়। একাধিক কন্টেন্টের এই ভিডিওগুলির মধ্যে অবশ্য পশুপাখি সংক্রান্ত মজাদার ভিডিওগুলিই দেখতে পছন্দ করেন নেটাগরিকরা। তাদের অকৃত্রিম সব আচরণ খুব সহজেই জিতে নেয় নেটিজেনদের মন। এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে যে, এক ব্যক্তি সোফায় বসে মোবাইলে কিছু দেখছেন। এদিকে ঘরের মেঝেতে দুটি ইঁদুর ছোটাছুটি করতে করতে রীতিমত মানুষের মত কুস্তি শুরু করে ফেলে। প্রথমে তারা একে অপরকে কামড়ানোর চেষ্টা করলেও ঠিক তার পরেই দুই পায়ে ভর দিয়ে কুস্তি শুরু করে।

এমনকি, একটা সময়ে সোফায় বসে থাকা ব্যক্তির মাথার কাছেও একটি ইঁদুরকে ঘুরতে দেখা যায়। ওই সময় ব্যক্তিটি বুঝতে পারেন যে তাঁর মাথার কাছে রয়েছে ইঁদুরটি। যদিও সেদিকে খুব একটা মনযোগ না দিয়ে মোবাইলেই ব্যস্ত থাকেন তিনি।

এদিকে, এই ভিডিওটিই তীব্র গতিতে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই Discovery.engenharia নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ২ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। পাশাপাশি, দেড় লক্ষেরও বেশি ব্যবহারকারী লাইক করেছেন এটি। এছাড়াও, দুই ইঁদুরের এহেন অদ্ভুত লড়াই দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর