বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইউক্রেনের উপর রাশিয়ার হামলার কারণে হওয়া যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন এবং কয়েক লক্ষ মানুষ তাদের বাড়িঘর থেকে উৎখাত হয়েছেন। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সেখানের একটি দম্পতির যুদ্ধক্ষেত্রেই বিয়ে করার গল্প সম্প্রতি সামনে উঠে এসেছে। সেই দম্পতি বিয়ে করেছে সামরিক ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং নিজেদের সহযোদ্ধা সৈন্যদের মাঝে। প্রকাশ হওয়া মাত্র তাদের ছবি ইন্টারনেট জয় করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রচারিত ভিডিওগুলি এই জুটিকে দেখা যায়। এই দুজন হলেন লেস্যা এবং ভ্যালেরি – যারা আঞ্চলিক প্রতিরক্ষার সাথে যুক্ত রয়েছে এবং ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে তাদের বিবাহ উদযাপন করছে।
ছবিতে স্ত্রী লেস্যাকে ফুলের তোড়া ধরে থাকতে দেখা যায় এবং দুজনের হাতেই শ্যাম্পেন ভর্তি গ্লাসও দেখা গিয়েছে। লেস্যা এবং ভ্যালেরি তাদের সহযোদ্ধাদের দ্বারা বেষ্টিত হয়ে ছিলেন এবং তাদের জন্য সহযোদ্ধারা উইক্রেনের লোকসঙ্গীতের সুরও গেয়েছেন। একজন সৈন্যকে ইউক্রেনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাতে দেখা যায়। নববধূকে একটি ছদ্মবেশী শিরোস্ত্রানের পরিবর্তে একটি সাদা ঘোমটা পরা এবং ভ্যালেরির হাত ধরে থাকতে দেখা যায়।
ভিডিওটি প্রথম শেয়ার করেছিলেন জার্মান নিউজ আউটলেট বিল্ডের রিপোর্টার পল রনজাইমার৷ ধীরে ধীরে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং এখন ভিডিওটি হাজার হাজার বার দেখা হয়েছে৷ ১৩ দিন আগে শুরু করা রাশিয়ার আগ্রাসন এখন তীব্র হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহর যেমন খারকিভ, মারিউপোল অবধি এসে পৌঁছেছে। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক আবারও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে মানুষের জন্য করিডোর খোলার ঘোষণা দিয়েছে।
Volunteers from one of the 112th Battalions of the Kyiv Special Troop Brigade got married.
Lesya and Valeriy have been together for twenty years and have an 18-year-old daughter, but they still haven't had time to get married. #Ukraine pic.twitter.com/R9ms9WhpUT— World Update (@Ukrain_War) March 6, 2022
উত্তরে চেরনিহিভের জন্য যুদ্ধে কয়েক ডজন অসামরিক মানুষ নিহত হয়েছেন। যারা বেঁচে রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ গর্ত বা ধ্বংসাবশেষের মধ্যে বসবাস করছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির মতে, রাশিয়ান ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ এর আগে মধ্য ইউক্রেনের ভিন্নিতসিয়া বিমানবন্দরটি ধ্বংস করেছিল। জাতিসংঘের মতে, কয়েক কোটি মানুষ এখন ইউক্রেন থেকে পালিয়ে গেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম উদ্বাস্তু সংকট বলে গণ্য করা হচ্ছে।