ইউক্রেনে যুদ্ধ করতে আসা রাশিয়ান ট্যাঙ্ক দখল করা মহিলার ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সাত দিন! হ্যাঁ সাতদিন ধরে চলছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ইউক্রেনের চারিদিকে এখন ত্রাহি ত্রাহি রব। সবাই ভগবানের কাছে যুদ্ধ থামানোর প্রার্থনা করছেন। শুধু ইউক্রেনীয়ানরাই নয়, গোটা বিশ্ব চাইছে এই যুদ্ধ থামুক।

ইতিমধ্যে ইউক্রেনে আটকে পড়া এক ভারতীয় পড়ুয়ারও মৃত্যু হয়েছে রাশিয়ার হামলায়। এই ঘটনার পর ভারতের গঙ্গা অভিযান আরও জোরদার করা হয়েছে। চার কেন্দ্রীয় মন্ত্রী ইউক্রেনের পার্শ্ববর্তী দেশেও পৌঁছেছেন পড়ুয়াদের উদ্ধারের জন্য। ভারতের তরফ থেকে রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে রাশিয়ার ভূখণ্ড দিয়ে পড়ুয়াদের উদ্ধার করার দাবি রাখা হয়েছে।

আর এতকিছুর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা সবাইকে অবাক করে দেওয়া মতো। উল্লেখ্য, ইউক্রেনে হাজার হাজার ট্যাঙ্ক নিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল সময়ের অপেক্ষা মাত্র। আর এরই মধ্যে এক মহিলাকে রাশিয়ান একটি ট্যাঙ্ক দখল করতে দেখা গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক মহিলা নির্জনে দাঁড়িয়ে থাকা রাশিয়ান একটি ট্যাঙ্কে উঠে একের পর এক সুইচ টিপে সেটিকে চালানোর চেষ্টা করছেন। ট্যাঙ্কটি সক্রিয় হলে মহিলা গিয়ারে ফেলে ট্যাঙ্কটিকে এগিয়েও নিয়ে যায়। মহিলার এই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হচ্ছে।

https://twitter.com/PSFAERO/status/1498342046427398149?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1498342046427398149%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findiahood.com%2Fukraine-woman-tik-tok-shoot-in-russia-army-tank-viral-video%2F

একদিকে, অনেক মানুষ তাঁর এই সাহসিকতার জন্য তাঁর প্রশংসা করছেন। অন্যদিকে, অনেকেই আবার তাঁকে কটাক্ষও করছেন। অনেকেই বলছেন, গোটা দেশ যখন যুদ্ধবিধ্বস্ত তখন এই মহিলা বিনোদনের জন্য এমন কাজ করছেন র ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর