বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিনই নেটদুনিয়ায় প্রচুর ভিডিও ভাইরাল (viral video) হয়, কিন্তু তার মধ্যে প্রচুর ভিডিও এমন থাকে যেগুলি ভারতীয়দের চিরাচরিত ‘জুগার’-এর। যেগুলি দেখে চোখ কপালে ওঠে নেটপাড়ার এবার এমনই আরেকটি ভিডিও শেয়ার করলেন বিজনেস টাইকুন আনন্দ মহিন্দ্রা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৩ জন মানুষ ভুট্টার দানা ছাড়াচ্ছেন। তবে হাতে বা কোনো যন্ত্রে নয়। ভুট্টার দানা ছাড়াতে তারা বেছে নিয়েছেন বাইকের চাকাকে।৷ বাইকটিকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে। তারপর পিক আপ বাড়িয়ে ঘোরানো হচ্ছে তার চাকা। আর ঘুরন্ত চাকার গায়ে চেপে ধরা হচ্ছে ভুট্টা। চাকার ঘর্ষণ শক্তি ছাড়িয়ে দিচ্ছে ভুট্টা।
নেট দুনিয়ায় পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ইতিমধ্যেই ৫ লক্ষের বেশি নেট জনতা দেখে ফেলেছে এই ভিডিওটি। বিয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা।
I constantly receive clips showing how creatively our farming communities turn bikes & tractor into multi-tasking machines. Here’s one application I never would have dreamed of. Maybe @continentaltire should have a special brand named ‘Corntinental?’ pic.twitter.com/rMj6rowA3L
— anand mahindra (@anandmahindra) August 27, 2020
ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রাক্টরের সাহায্যে এক অভূতপূর্ব পদ্ধতিতে গোরুর দুধ দোহন করছেন এক ভারতীয়। যা দেখে হতবাক আনন্দ মাহিন্দ্রা ক্যাপশনে লিখেছেন, আমায় প্রতিদিনই অনেক ভিডিও পাঠানো হয় যে কিভাবে ট্রাক্টরগুলি ভারতের গ্রাম্য এলাকায় অনেক কাজ করে থাকে। এটি তাদের মধ্যে একটি।
পাশাপাশি তিনি নেট জনতার কাছে প্রশ্ন করেছেন, কিভাবে এই অভিনব প্রযুক্তি কাজ করছেন তা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ বলতে পারবেন? আনন্দ মহিন্দ্রা টুইট করবার সাথে সাথেই চরম ভাইরাল হয়ে যায় ভিডিওটি। উপচে পড়ে লাইক কমেন্টের বন্যা। নেটাগরিকদের সকলেই এই উদ্ভাবনী শক্তিকে কুর্ণিশ জানিয়েছে।
People keep sending me clips of how our tractors are used as ‘multi-tasking’ beasts of burden in rural areas. This one was a new one for me. Can the non-engineers amongst you figure out what essentially they have rigged out here? pic.twitter.com/OcKRYWXDyK
— anand mahindra (@anandmahindra) August 5, 2020