খেলতে না পারলেও, মাঠে নেচে ভক্তদের মন জয় করলেন বিরাট কোহলি! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহে ইংল্যান্ডের কাছে এজবাস্টনে টেস্ট ম্যাচে হারের প্রতিশোধ নিয়েছে টিম ইন্ডিয়া। একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ের সাথে ভারত ৩টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে লিড নিয়েছে। এর আগে রোস বোলে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছিল ভারত। দুটি ম্যাচেই প্রথমে ব্যাট করে জিতেছে রোহিত শর্মার দল।

টিম ইন্ডিয়ার ৪ নিয়মিত খেলোয়াড় বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্লেয়িং ইলেভেনে ফিরেছেন। এর মধ্যে দলের জয়ে বিশেষ অবদান রাখেন বুমরাহ, পন্থ ও জাদেজা। কিন্তু, কোহলি আবার বিরাট ইনিংস খেলা থেকে বঞ্চিত। ৩ নম্বরে ব্যাট করতে নামা কোহলি মাত্র ১ রান করে রিচার্ড গ্লিসনের বলে ক্যাচ আউট হন। এ কারণে এজবাস্টনে কোহলির বড় ইনিংস দেখতে আসা ভারতীয় ভক্তরা বেশ হতাশ হয়েছেন। তবে ফিল্ডিংয়ের সময় ভক্তদের হতাশা দূর করেন কোহলি।

ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন কোহলি। যখনই সুযোগ পাচ্ছেন, ভারতীয় ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। এই সময় ভক্তরা ভাংড়া করলে কোহলিও মাঠে নাচতে শুরু করেন। কোহলির নাচের সেই ভিডিও ভাইরাল হচ্ছে। যদিও এই প্রথমবার কোহলি মাঠের মধ্যে এমন নেচে উঠলেন না, এর আগেও তিনি বহুবার এমন করেছেন।

https://twitter.com/MohitShukla1030/status/1545806336985747456?s=20&t=Z9GN2HEM9aNGutqNX5o__Q

এবার আসি খেলায়। এজবাস্টনে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি রবীন্দ্র জাদেজার ৪৬ রানের ইনিংসের সুবাদে ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করেছিল। জবাবে, ইংলিশ ব্যাটসম্যানরা ভুবনেশ্বর কুমারের মারাত্মক বোলিং (৩/১৫) সামনে দাঁড়াতে পারেনি এবং পুরো ইংলিশ দল ১৭ ওভারে ১২১ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে মঈন আলী সর্বোচ্চ ৩৫ ও ডেভিড উইলি ৩৩ রান করেন। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহালও নেন ২ উইকেট।

Koushik Dutta

সম্পর্কিত খবর