বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : ফুলের সৌন্দর্যে আমরা সকলেই মোহিত, আর সুন্দর ফুলের মধ্যে অর্কিড রয়েছে একদম প্রথম সারিতেই। কিন্তু যদি দেখেন ফুল হেঁটে বেড়াচ্ছে পাতার ওপর? নিশ্চই অবাক হবেন। ক্যামেরার কারিকুরি নয় সত্যি সত্যি এমনই এক হেঁটে বেড়ানো ফুল ভাইরাল (viral video) হল সামাজিক মাধ্যমে।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও (viral) এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।
আসলে এটি কোনো ফুল নয়। এটি এক ধরনের পোকা। যাকে অনেকেই ডাকে ‘হেঁটে বেড়ানো অর্কিড’ বলে। এই ধরনের পোকার আসল নাম, অর্কিড মানটিস। সাধারণত পাওয়া যায় ভারতের পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চলে।
বনকর্মী সুশান্ত নন্দা এই ভিডিও পোস্ট করে লিখেছেন, এগুলি অর্কিড ম্যান্টিস নামে পরিচিত পোকামাকড়। ভারতের পশ্চিম ঘাটে দেখা যায়। অবিশ্বাস্য প্রকৃতি। পোস্ট হওয়ার পরে ভিডিওটিকে নেটিজেনরা ‘প্রকৃতির অলৌকিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন। মুহুর্তে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। 3,000 জনেরও বেশি নেটাগরিকেরা এখনো পর্যন্ত এই ভিডিও পছন্দ করেছেন।
https://twitter.com/susantananda3/status/1282498529626214400?s=19
This is an excellent example of physical and behavioral adaptation . Orchid gets food in form of insects that sits on it for pollination and orchids , instead are saved from predators due to flower body design .
— Mrisha (@MarwahMridu) July 13, 2020
Wow!!.. Anyways lock down in Blore.. Will go look for one :).
Western ghat is full of surprises, seems many not seen befores— vk16 (@_mar_kbar_ntony) July 13, 2020
https://twitter.com/sanjnsam13/status/1282641283404587008?s=19