চিড়িয়াখানায় খাঁচায় ঝাঁপ দিয়ে সিংহকে প্রেম নিবেদন, মহিলার আজব কাণ্ডের ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ চিড়িয়াখানায় সিংহের (lion) সামনে দাঁড়িয়ে হাতে লাল গোলাপ নিয়ে তাঁকে ‘I Love You’ বললেন এক মহিলা, আর গোটা ঘটনাটার ভিডিও করলেন তাঁরই স্বামী! শুনে অবাক হচ্ছেন? বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও (viral video) রীতিমত ঝড় তুলে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায়। সেখানে এক চিড়িয়াখানায় সিংহ দেখে মহিলাটি ঝাঁপ দিয়ে সিংহের দিকে এগিয়ে যায়। আর সিংহটিকে লাল গোলাপ দিয়ে ভালোবাসার প্রপোজ করেন। আর গোটা ঘটনাটা ক্যামেরাবন্দি করে নেয় তাঁরই স্বামী। আর ভিডিও করার সময় একবারের জন্য নিজের স্ত্রীকে বাঁধা দেয়নি তাঁর স্বামী।

নেটদুনিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। একদিকে যেমন নেটিজনরা ভয়ে আতকে ওঠে, তেমনই অন্যদিকে ব্রঙ্কস চিড়িয়াখানার নিরাপত্তা নিয়েও তোলা হয় প্রশ্ন।

এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই মহিলা সিংহের থেকে অনেকটাই দূরে ছিলেন। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে উপস্থিত অন্যান্যরা ওই মহিলার কার্যকলাপ সম্পর্কে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানায়। এরপর যখন নিরাপত্তারক্ষীরা সেখানে পৌঁছান, তার আগেই সেখান থেকে বেরিয়ে যান ওই মহিলা। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই মহিলা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

https://www.youtube.com/watch?v=1YuzD7cQs8w

Smita Hari

সম্পর্কিত খবর