বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : সাধারণ মানুষও যে অসাধারণ হয়ে উঠতে পারে তারই প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল (viral video) হওয়া এক ভিডিওতে। এক মহিলা টানা ৫ ঘন্টা প্রবল বৃষ্টিতে ভিজে পাহাড়া দিলেন খোলা ম্যানহোল, পাছে অন্য কোনো সহনাগরিক দুর্ঘটনায় না পড়েন।
কলকাতায় এক খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মারা গিয়েছিল এক শিশু। ২৫ বছর পরও সেই স্মৃতি অনেকটাই টাটকা অনেকের মনে। মুম্বাইয়ের রাস্তাতেও ঘটে যেতে পারত এমনই কিছু ট্রাজেডি। কিন্তু তা হতে দিলেন না এক অত্যন্ত সাধারণ মহিলা
আমি সাধারণ মানুষ, আমার ক্ষমতাই বা কতটুকু? এই প্রশ্ন তুলে আমাদের প্রায় প্রত্যেকেরই সরকারের ওপর দায় চাপানোর একটা সহজাত প্রবণতা আছে। কিন্তু দেশ সেবা করবার প্রবল ইচ্ছে শক্তি থাকলে যে সামাজিক অবস্থান, লিঙ্গ, শিক্ষা বা কোনো কিছুই যে সেই পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না তা প্রমান করলেন মুম্বাইয়ের এই মহিলা।
পশ্চিম মুম্বইয়ের মাতুঙ্গার তুলসী পাইপ রোডে একটি খোলা ম্যানহলের সামনে পাঁচ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে রইলেন মহিলা। লাঠি হাতে ট্রাফিক গার্ডের মতই সতর্ক করলেন পথচারী থেকে সাইকেল আরোহী ও গাড়িগুলিকে। বলা বাহুল্য সেই দ্বায়িত্ব তাকে কেউ দেয় নি। দেশ সেবার দ্বায়িত্ব কেউ কাউকে দেয় না, দেশের প্রতি কর্তব্য আমাদের সকলের, তা আরেকবার মনে করিয়ে দিলেন এই অজ্ঞাত পরিচয় মহিলা।
প্রসঙ্গত, প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বাইও সংলগ্ন এলাকা। আবহাওয়াদপ্তর এর তথ্য বলছে গত ৪৬ বছর এত বৃষ্টি হয়নি বাণিজ্য নগরীতে। আবহাওয়া দপ্তরের আরেক রিপোর্ট বলছে, আগস্ট মাসে মুম্বাইয়ে গড় যে পরিমান বৃষ্টি হয় তা এবার প্রথম ৫ দিনেই হয়েছে। আর এই প্রবল বৃষ্টিতে হাঁটুজলে দাঁড়িয়ে যেভাবে তিনি ট্রাফিক সামলেছেন তা অনন্য। দেশ সেবার এই বিরল দৃষ্টান্তকে কুর্ণিশ জানিয়েছে নেট পাড়া। উপচে পড়ছে প্রশংসার বন্যা।
This video is from Tulsi Pipe Road in Matunga West, Mumbai. The lady seen in the video had been standing beside the open manhole for five hours to warn commuters driving on the road.
VC: Bhayander Gudipadva Utsav pic.twitter.com/FadyH175mY
— The Better India (@thebetterindia) August 7, 2020