কথা শোনেনি স্বামী, রাম দা নিয়ে তেড়ে গেলেন স্ত্রী! মহিলার কাণ্ড থেকে হেসে পাগল নেটজনতা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি মহিলার মধ্যেই রয়েছে সাক্ষাৎ দেবীর অস্তিত্ব। তাই সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে গিয়েও তাঁরা তৈরি করে ফেলেন সাফল্যের জয়গান। আবার কখনও অন্যায়ের প্রতিবাদে গর্জেও ওঠেন তাঁরা। একটা সময়ে মহিলাদের আশ্রয় ছিল শুধু বাড়ির ভেতরেই কিন্তু, সেখান থেকেই তাঁরা আজ পৌঁছে গিয়েছেন সমাজের বিভিন্ন উঁচুপদে। আর সেটাই সুচিত করে নারিশক্তির জয়গান।

বর্তমান সময়ে আমরা সকলেই সময় কাটাই সোশ্যাল মিডিয়ায়। সারাদিনের কর্মব্যস্ততা ভোলাতে অথবা কাজের ফাঁকের অবসরে মনোরঞ্জনের জন্য সবাই ঢুঁ মারেন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে। আর সেখানেই খোঁজ মেলে লক্ষ লক্ষ ভাইরাল হওয়া ভিডিওর। নাচ-গান-কমেডির মত একাধিক কন্টেন্টের ভিডিও সেখানে থাকলেও তারই মাঝে এমন কিছু ভিডিও থাকে যা গেঁথে যায় মনের মণিকোঠায়। সম্প্রতি সেইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

আর সেটা দেখেই কার্যত অবাক হয়ে গিয়েছেন সকলে। অনেকে ভিডিওটিকে মজার ছলে দেখলেও আবার অনেকেই এর মধ্যে খুঁজে পেয়েছেন এক প্রতিবাদী নারী চরিত্রকে। আর যাঁকে কুর্ণিশও জানিয়েছেন সকলে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন মহিলা ধারালো অস্ত্র উঁচিয়েই বেশ কয়েকজনের উদ্দেশ্য ছুটে যাচ্ছেন। পাশাপাশি, ওই অবস্থায় মহিলাটিকে দেখে প্রাণ বাঁচাতে ছুটছেন কিছু মানুষ।

তবে, ওই মহিলা নির্দিষ্ট কিছুজনের বিরুদ্ধেই ধারালো অস্ত্রের মাধ্যমে প্রতিবাদ জানান। যার জেরে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে, হয়ত মদ কিংবা জুয়ার আসর ভাঙতেই এই কাজ করেছেন তিনি। উপায় না পেয়ে রীতিমত রাগান্বিত অবস্থায় বড় ধারালো অস্ত্র নিয়েই ছুটে গিয়েছেন ওই মহিলা।

আর এই ভিডিওটই বর্তমানে তীব্র গতিতে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। যা দেখে অবাকও হয়ে গিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ১২ লক্ষেরও বেশি মানুষ এটি দেখে ফেলেছেন। পাশাপাশি, ২৭ হাজার জনেরও বেশি লাইক করেছেন ভিডিওটি। শুধু তাই নয়, প্রায় ১০ হাজার জন কমেন্টের মাধ্যমে ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

মূলত কমেন্ট বক্সে দুই ধরণের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে এটিকে মজা হিসেবে নিলেও অধিকাংশজনই ওই মহিলার প্রশংসা করেছেন। একজন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, “এখানে হাসার কিছুই নেই। হয়ত উনি আত্মরক্ষার জন্য এইরকম করেছেন। Think be Positive”। পাশাপাশি, আরেকজন লিখেছেন, “নিজেদের অধিকার রক্ষার্থে ঠিক এইরকমই প্রতিবাদী হওয়া উচিত।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর