বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর, CISF জওয়ানরা যেভাবে বাঁচালেন, ধন্য ধন্য করছে সবাই! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারাত্মক ঘটনা ঘটলো দিল্লি মেট্রোকে কেন্দ্র করে। ১৪ই এপ্রিল সকালের দিল্লি মেট্রো রুটের অক্ষরধাম স্টেশনের একটি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ২৫ বছর বয়সী এক তরুণী। কিন্তু শেষপর্যন্ত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল CISF কর্মীরা তরুণীর মাটিতে পড়ে মারা যাওয়ার আগেই কৌশলে তাকে রক্ষা করেছিল।

পুরো ঘটনাটি কিভাবে ঘটেছে তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে যে সিআইএসএফ কর্মীরা ছাদের প্রান্তে তরুণীকে লক্ষ্য করার পরে তাকে তার এই ভয়ংকর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য রাজি করাচ্ছেন৷ টেরেস থেকে ঝাঁপ দেওয়ার আগে হয়তো মনপুরোপুরি শক্ত করার জন্যই তিনি কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন কিন্তু সিআইএসএফ এবং মেট্রো স্টাফরা ততক্ষণে ব্যবস্থা করে ফেলেছিলেন। তাদের সাজানো কম্বলের উপরই তিনি পড়েছিলেন এবং সামান্য আঘাতের লাগলেও বড় কোনও ক্ষতি হওয়ার হাত থেকে ওই তরুণী বেঁচে গিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার জানিয়েছেন, “একজন সিআইএসএফ কর্মী তরুণীটিকে বিল্ডিংয়ের উপরে সন্দেহজনক অবস্থায় লক্ষ্য করেছেন সকাল সাড়ে সাতটার দিকে। তিনি সঙ্গে সঙ্গে অন্য কর্মীদের খবর দিয়েছেন। কয়েকজন পুরুষ তাকে টেরেসের প্রান্ত থেকে সরে যাওয়ার জন্য বোঝাতে চেষ্টা করছিল কিন্তু সে তাদের কথা মানতে রাজি হয়নি। একটি মারাত্মক পতন এড়াতে আমরা তখনই অফিসারদের নিচতলায় পাঠিয়েছিলাম। তারা একটি মোটা কম্বল নিয়ে আসে। যখন সে ঝাঁপ দিল, তখন সৌভাগ্যক্রমে সে কম্বলের উপরই এসে পড়ে।”

তিনি আরও জানিয়েছেন, “পড়ে যাওয়ার কারণে মেয়েটির পায়ে কিছুটা আঘাত লেগেছে কিন্তু তা গুরুতর নয়। আপাতত তাকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সে এখন অনেকটাই স্থিতিশীল। স্থানীয় পুলিশ এবং অ্যাম্বুলেন্সকেও খবর দেওয়া হয়েছিল।” অফিসার যোগ করেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর