হাঁটু গেঁড়ে বসে বিশালাকার কিং কোবরাকে ‘চুম্বন’ মহিলার! তারপর যা হল বিশ্বাস করার মতো নয়! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় একাধিক সময় আমাদের কাছে বিভিন্ন ভাইরাল ভিডিও আসে, যেখানে মানুষ এবং বিভিন্ন পশু, পাখির মধ্যে খুনসুটি দেখা যায় তো কখনো আবার ভিডিওয় আমরা সাক্ষী থাকি কোনো মানুষের উপর কিভাবে ভয়ংকর হামলা করে চলেছে কোন এক পশু। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে বৃহৎ আকারের একটি কিং কোবরার সাথে এক মহিলার ভালোবাসার দৃশ্য যেমন উঠে এসেছে, ঠিক তেমনি ভাবে সেই মহিলার সাহসিকতার ছবি দেখে হতভম্ব হয়ে গেছে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

‘rasal_viper’ নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওটির প্রথমে দেখা যায়, একটি মাঠের মধ্যে শুয়ে রয়েছে 8 ফুট আকারের বৃহৎ কিং কোবরা সাপ এবং আচমকাই সেখানে এক মহিলার আগমন ঘটে। ভিডিওটি পরবর্তী অংশে সেই মহিলাটির কাণ্ড দেখে চমকে যায় সকলে। এখানে দেখা যায় যে, মহিলা সাপের মুখের সামনে ধীরে ধীরে নিজের মুখ নিয়ে যায় এবং এরপর সাপটিকে চুম্বন করতেও দেখা যায় সেই মহিলাকে। এবং শুধুমাত্র একবার নয়, বরং বারবার একই ঘটনার দৃশ্য উঠে আসে এই ভিডিওয়।

 

View this post on Instagram

 

A post shared by Saurabh Jadhav 2110 (@rasal_viper)

সবচেয়ে মজার ব্যাপার হল, সেই কিং কোবরাটিকে কিস করার সময় মহিলাটির মুখে এবং তার হাবভাবে কোনরকম ভয়ের ছাপ দেখা যায় না। ফলে কিভাবে একজন মানুষ এত সাবলীল ভাবে বৃহৎ আকারের ভয়ঙ্কর এক কিং কোবরাকে চুম্বন খেতে পারে, তা ভেবেই হতভম্ব হয়ে যায় সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লাইক ও কমেন্ট দিয়ে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।

X