‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় ইলিশ খাওয়ার সখ মিটেছে’, মুখ্যমন্ত্রীর প্রশংসা মহিলার! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিন আমাদের সামনে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে, যা কখনো মজাদার হয় তো কখনো আবার আমাদের আশ্চর্য করে তোলে। তবে রাজনৈতিক বিষয়ক মজাদার ভিডিও সচরাচর খুব একটা দেখা যায়না। কিন্তু আজ সেরকমই একটি ভিডিওটি ভাইরাল হয়েছে, যা দেখে হাসিতে ফেটে পড়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক।

‘Debabrata Goswami’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। এর প্রথমভাগে একটি মঞ্চের মধ্যে বসে থাকা বেশ কিছু মহিলার দৃশ্য উঠে আসে। মঞ্চের উপরে তৃণমূল নেতার সমর্থনে একটি পোস্টার দেখতে পাওয়া যায়, ফলে এটি স্পষ্ট হয় যে সেখানে উপস্থিত মহিলাদের দলের প্রত্যেকেই তৃণমূল দলের সমর্থক। পরবর্তী অংশে সেখানে উপস্থিত এক মহিলা এমন বেশ কয়েকটি মন্তব্য  করেন, যাতে সেখানে উপস্থিত মানুষজন ছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও হাসিতে ফেটে পড়ে। মহিলাটিকে বলতে শোনা যায় যে, “আমি সাধারণ কর্মীর ঘরের বউ। আমি রাজনীতির অত চাল বুঝিনা। আমি যতকাল বেঁচে থাকব, শুধুমাত্র তৃণমূলকেই ভোট দিয়ে যাব। আমার ভোট কখনোই বিক্রি হবে না।”

এরপরই সেই মহিলার কন্ঠে ভেসে ওঠে ‘ইলিশ মাছের’ প্রসঙ্গ। তিনি বলেন, “প্রায় দু’বছর ধরে আমি অপেক্ষা করে আছি ইলিশ মাছ খাওয়ার আর বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে আমার আশা পূরণ হয়েছে। সেই টাকায় আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে ছেলে মেয়েদের রান্না করে খাওয়াতে পেরেছি।” এরপর তাকে আবারও হতে শোনা যায় যে, “আমার ভোট বিক্রি হবে না। আমি সারাজীবন তৃণমূলকে ভোট দিয়ে যাব।” তার এই মন্তব্যের পর সেখানে উপস্থিত সকল মহিলারা হাততালি দিয়ে ওঠে।

ভিডিওটি পোস্ট করে পোস্টদাতা ক্যাপশনে লেখেন, “দিদির দয়ায় “ইলিশ” খাই। পিসিমনি তোমায় তোমায় তোমায় চাই।” ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে ওঠে এবং একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লাইক ও কমেন্ট দিয়ে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।


Sayan Das

সম্পর্কিত খবর