লাউ নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

   

viral video : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হয়। তবে লাউ নিয়ে দুই মহিলা একে অপরের সাথে তুমুল মারামারি করছেন এমন ভিডিও সচরাচর দেখা যায় না। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি।

পুজোর আগে দেশের বেশ কিছু রাজ্যে সব্জির দাম আকাশ ছুঁয়েছে। এই বর্ধিত দামের কারনে সর্ব সমক্ষে মারামারিতে জড়িয়ে পড়লেন দুই মহিলা। তাদের মারামারি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

ঘটনাটি মধ্য প্রদেশের পান্না জেলার রাপুরা থানা এলাকার।  জানা যাচ্ছে, কমলেশ লোধি নামের জনৈনের জমিতে লাউ চারা রোপণ করা হয়েছিল।  অভিযোগ করা অন্য এক মহিলা এই সবজিটি তুলে নেন।  উভয় মধ্যে বিতর্ক এতটাই বেড়ে যায় এবং দুজনে প্রকাশ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

থানায় এই ঘটনা পৌঁছানোর সাথে সাথে পুলিশ উভয় পক্ষের বিরুদ্ধেই আইপিসির ২৯৪, ৫০6, ৩২৩ ধারায় মামলা দায়ের করেছে।  দুই মহিলা একে অপরকে দোষারোপ করছে।  জানা যাচ্ছে,  দুই মহিলাই আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর