লেডিস কামরায় মহিলাদের মধ্যে তুমুল হাতাহাতি, ঝরল রক্তও! শিউরে ওঠার মতো ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ যাত্রাকালে ট্রেন (train) যাত্রাকেই বেশি আরাম দায়ক বলে মনে করেন অনেকেই। বিশেষত নিত্যযাত্রীদের কাছে ট্রেন যাত্রা খুবই সহজলভ্য এবং সাশ্রয়ও বটে। তবে এই ট্রেন সফরের মাঝে বিশেষ বিশেষ কিছুটা ঘটনাও আবার দেখতে পাওয়া যায়, তা আবার অনেক সময় স্যোশাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।

সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যেখানে ট্রেন সফরের একটি ভিডিও দেখা যায়। ভিডিওটি দেখে পরিস্কার বোঝা যাচ্ছে, এটি লোকাল ট্রেনের লেডিস কামরার ভিডিও। তবে ট্রেনটি বাংলার হলেও ঠিক কোন শাখার, তা বোঝা যায়নি।

লেডিস কামরায় যারা প্রতিদিন যাতায়াত করেন, তাঁরা খুব ভালো করেই জানেন, যে ট্রেনের লেডিস কামরার একটা বিশেষত্ব আছে, যা আর অন্য কোন কামরায় খুব একটা বলা ভুল দেখতেই পাওয়া যায় না। তা হল মহিলাদের ঝগড়া। এমন কোন ট্রেনে বাদ যাবে না, যেখানের লেডিস কামরায় ঝগড়া দৃশ্য দেখা যাবে না। এটা যেন রোজকার সাধারণ কাজের মধ্যেই পড়ে।

সেইরকমই সম্প্রতি সময়ে নেটদুনিয়ার ভাইরাল ভিডিওতে (viral video) দেখা যায়, লেডিস কামরায় ঝগড়া চলছে দুই মহিলার মধ্যে। ট্রেন মধ্যস্থ লোকজনের মধ্যে কেউ ওনাদেরকে সমর্থন করছে, আবার কেউবা চুপচাপ মজা দেখছে। এইভাবে চলতে চলতে দেখা যায়, মুখের ঝগড়া হাতাহাতিতে পৌঁছে গিয়েছে। এক মহিলা অন্য মহিলার মাথার চুল ধরে টানছেন এবং অন্য মহিলা অপর মহিলার গলার ওড়না টেনে ধরছেন। এইভাবে দেখা যায় এক মহিলার মুখ থেকে রক্ত ঝড়ছে। মুখের ঝগড়া পৌঁছে গিয়েছে হাতাহাতিতে। স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর