বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি নদীর উপর নির্মাণ করা হয় একটি সুসজ্জিত সেতু। কাঠের তৈরি এই সেতুটির চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য যেমন অসাধারণ, ঠিক তেমনভাবেই এটি নির্মাণ করা হয়েছিল আধুনিক পদ্ধতিতে। তবে সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে যে এক ঘোর বিপত্তি অপেক্ষা করে রয়েছে, তা বোধহয় ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। এটি নির্মাণ করার পরেই তা উদ্বোধন করতে আসেন এলাকার মেয়র।
সূত্রের খবর, উদ্বোধনের পর সেতুটির ওপর দিয়ে হাঁটতে শুরু করে মেয়র সহ বেশ কয়েকজন মানুষ। তাদের মধ্যে যেমন কাউন্সিল সদস্যরা ছিলেন আবার অপরদিকে বেশ কয়েকজন সাংবাদিক ছিলেন বলে জানা গিয়েছে। তবে ব্রিজটির উপর দিয়ে আনন্দ সহকারে হাঁটার মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা এবং হঠাৎ সেটি ভেঙে যাওয়ায় নীচে পড়ে যায় অসংখ্য মানুষ।
বলে রাখা ভালো, ঘটনাটি আমাদের ভারতবর্ষের নয়, এটি ঘটেছে মেক্সিকোয়। এদিন কাঠের নির্মিত সেতুর উদ্বোধন করতে আসেন মেক্সিকোর কুয়েরনাকাভা অঞ্চলের মেয়র। তবে উদ্বোধন করার পরেই ঘটে বিপত্তি। এই সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে যা দেখে বলা যায়, শিকল দিয়ে বাঁধা কাঠের টুকরো গুলো খুলে যাওয়ার ফলেই এটি ভেঙে পড়ে এবং এর দরুণ অসংখ্য মানুষ পড়ে যায় নদীতে।
সূত্রের খবর, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় চার কাউন্সিল সদস্য, দুই আধিকারিক এবং একজন সাংবাদিক জখম হয়েছেন। দুর্ঘটনার পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের কারোরই অবস্থা গুরুতর নয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে মেয়র সামান্য আঘাত পান, তবে হাসপাতালে গিয়ে চিকিৎসা করার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
Mexican footbridge collapses during its inauguration by mayor. Several have been injured, none with serious injuries, reports said.#MexicoCity #MexicanFootbridge pic.twitter.com/LVsSgjVQby
— Vani Mehrotra (@vani_mehrotra) June 8, 2022
সেতু দুর্ঘটনা প্রসঙ্গে এদিন মেয়র বলেন, “সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এরকম ঘটনা ঘটে যাবে তা কেউ আশা করেনি। আসলে উদ্বোধনের পর বেশ কিছু মানুষ সেতুর মধ্যে উঠে পড়েছিল এবং তার মধ্যে থেকে কয়েকজন লাফানো শুরু করে। প্রথমত, সেতুটিতে যতজন মানুষ ওঠার কথা ছিল, তার চেয়ে অধিক সংখ্যক মানুষ চড়ে গিয়েছিল আর দ্বিতীয়ত, এরপর তারা সেখানে লাফানো শুরু করে আর সেই কারণেই সেতুটি ভেঙে সকলে নীচে পড়ে যান।”