উড়িষ্যায় পাওয়া গেল বিরলতম হলুদ রঙের কচ্ছপ, ভাইরাল ভিডিও দেখে চোখ ফেরাতে পারবেন না

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : এর আগে সামাজিক মাধ্যম জুড়ে দাপিয়ে বেরিয়েছিল হলুদ রঙের ব্যাঙেরা। এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) আরেক হলুদ প্রাণী। সম্প্রতি উড়িষ্যার বালাসোরে পাওয়া গেল বিরলতম হলুদ রঙের কচ্ছপ। যার রূপের যাদুতে এই মুহুর্তে মজেছে গোটা নেট দুনিয়া।

images 2020 07 20T130447.400

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভালো করে দেওয়া ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।

উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে ১৯৬ কিমি দূরে বালাসোরের এক গ্রামবাসী এই কচ্ছপটিকে খুঁজে পান। বনদপ্তরের অন্যতম প্রবীন অধীকর্তা ভানুমিত্র আচার্য জানিয়েছেন, “উদ্ধারকৃত কচ্ছপটির পুরো শেল এবং দেহ হলুদ। এটি একটি বিরল কচ্ছপ, আমি এমন কচ্ছপ আগে কখনও দেখিনি”

এই কচ্ছপটির একটি ভিডিও শেয়ার করে বনকর্মী সুশান্ত নন্দা লিখেছেন ‘ “সম্ভবত এটি একটি অ্যালবিনোয় আক্রান্ত। কয়েক বছর আগে সিন্ধুর স্থানীয়রা এরকম আর একটি খুঁজে পায়”। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই হই হই পড়ে যায় কচ্ছপটিকে ঘিরে। মুহুর্তে ভাইরাল হয়ে যায় তার ছবি ও ভিডিও। বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা। মাত্র কয়েক ঘন্টায় ১১ হাজারের বেশী মানুষ দেখে ফেলেছে।

 

সম্পর্কিত খবর