আচমকাই স্ট্রোক হয় চালকের, তৎক্ষণাৎ স্টিয়ারিং ধরে যাত্রীদের প্রাণ বাঁচালেন মহিলা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: মহিলারা যে কোনো অংশেই কম নয় তা আরও একবার প্রমাণিত হল। বিপদের সময় নিজের উপস্থিত বুদ্ধি এবং কর্মক্ষমতা দিয়ে একাধিক জনের প্রাণ বাঁচালেন ৪২ বছর বয়সী যোগিতা সাতভ। শুধু তাই নয়, তাঁর এই কৃতিত্বের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর সেখানেই তাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।

জানা গিয়েছে যে, গত ৭ জানুয়ারি, যোগিতা সহ আরও বেশ কয়েকজন নারী এবং শিশুরা মিলে একটি মিনিবাসে করে শিরুর কাছাকাছি একটি পিকনিক স্পটে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে আচমকাই তাঁদের বাস চালক স্ট্রোকের শিকার হন।

বাসভর্তি যাত্রীদের মাঝে চালকের এমন ভয়াবহ বিপদ উপলব্ধি করে এবং বাকি যাত্রীদের প্রাণ বাঁচাতে তৎক্ষণাৎ স্টিয়ারিং ধরেন যোগিতা। শুধু তাই নয়, তিনি বাসটি প্রায় ১০ কিলোমিটার চালিয়ে নিয়ে গিয়ে চালককে হাসপাতালে ভর্তি করে তাঁর প্রাণও বাঁচান।

এই প্রসঙ্গে যোগিতা জানিয়েছেন যে, সঙ্কটের সময়ে মানুষের জীবন রক্ষা করতে পেরে আমি খুশি। এমনিতেই আমি গাড়ি চালাতে জানি। সেই মুহূর্তে বাসে থাকা অন্যান্য যাত্রী এবং শিশুদের আতঙ্কিত হতে দেখে আমি বাস চালানোর সিদ্ধান্ত নিই। পাশাপাশি, বাকি যাত্রীদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন বলেও জানিয়েছেন যোগিতা।

এদিকে, তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে। বিপদের সময় তিনি যেভাবে এগিয়ে এসে এতজনের প্রাণ বাঁচিয়েছেন সেজন্য সকলেই যোগিতার ভূয়সী প্রশংসা করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর