ইয়র্কার স্পেশালিষ্ট! টিকটকে যুবকের একের পর এক ইয়র্কার ডেলিভারিতে ‘ক্লিন বোল্ড’ নেটপাড়া

বাংলাহান্ট ডেস্কঃ লসিথ মালিঙ্গা থেকে যশপ্রিত বুমরাহ ক্রিকেটে ইয়র্কার স্পেশালিষ্ট দের চাহিদা বরাবরই। ছবির মত নিখুঁত ইয়র্কারে যখন ব্যাটসম্যান পর্যদুস্ত হয় তার থেকে হয়তো ভালো অনুভূতি একজন ফাস্ট বোলারের নেই। টিকটকে (tiktok) একের পর এক নিঁখুত ইয়র্কার ডেলিভারি সম্প্রতি ভাইরাল (viral) হয়েছে এক যুবক।

PicsArt 06 16 06.32.26

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ।

ছোটু গুপ্তা নামের ঐ টিকটক ব্যবহারকারী যে অন্ধ ক্রিকেট ভক্ত, তা তার টিকটক ভিডিও গুলি দেখলেই বোঝা যায়। তার আপলোড করা বেশীরভাগ ভিডিও ক্রিকেট সংক্রান্ত৷ তার মধ্যে বেশ কয়েকটি নজর কাড়ে।

ভিডিও গুলি দেখলে বোঝা যায়, ছোটু প্রশিক্ষিত বোলার নয়। কিন্তু প্রতিটা ভিডিওতেই তার নিখুঁত একশন অবাক করবেই। তারই সাথে যেন মাপা লাইন লেন্থ। একের পর এক ভিডিওতে তার ইয়র্কার যেন ক্লিন বোল্ড করেছে নেটিজেনদের।

আমাদের দেশে যে এখনো কত প্রতিভা অযত্নে পড়ে আছে তা ফের একবার প্রমান করল এই ভিডিও গুলি। হয়তো এদের সঠিক ভাবে প্রশিক্ষণ দিতে পারলে খেলা ধুলায় আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করতে পারত এই সব প্রতিভারা।

সম্পর্কিত খবর