বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার রাঁচিতে জুম্মার নামাজের পর হওয়া হিংসায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর গোটা শহরে নীরবতা নেমে আসে। শহরের স্পর্শকাতর এলাকাগুলোকে সেনানিবাসে পরিণত করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে রাঁচিতে শুক্রবারের হিংসার একটি ভিডিও সামনে এসেছে।
ওই ভিডিওতে মহাবীর মন্দিরে কয়েকজন দুষ্কৃতীকে পাথর ছুড়তে দেখা যাচ্ছে। মন্দিরের কাছে ‘ইসলাম জিন্দাবাদ” স্লোগান দিচ্ছে এক যুবক। সেই সময়ে সেখানে গুলি চলে, যা সরাসরি যুবকের মাথায় আঘাত করে। সে ঘটনাস্থলেই পড়ে যায়। সেই সময় সেখানে উপস্থিত কেউ এই ভিডিও করেন, যা এখন সবার সামনে এসেছে।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই আশেপাশের সবাই চিৎকার করতে থাকে, অনেকেই গুলিবিদ্ধ যুবকের কাছেও চলে যায়। উপস্থিত জনতা তাকে রাঁচির রিমস হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হিংসায় নিহতদের স্বজনরা শনিবার সকাল থেকে লাশ বাড়ির বাইরে রেখে বিক্ষোভ দেখাচ্ছিলন। তারা তারা ক্ষতিপূরণেরও দাবি তলে। প্রশাসন সেখানে পৌঁছে তাদের বোঝানোর চেষ্টা করে। এর পর একজনের শেষকৃত্য সম্পন্ন করা হয়। একই সঙ্গে দ্বিতীয় মৃতের পরিবারদেরও রাজি করাতে শুরু করে প্রশাসন।
इस्लाम ज़िंदाबाद का नारा और सिर में गोली@HemantSorenJMM इन मासूमों के क़त्ल का ज़िम्मेदार कौन है?
क्या इस्लाम ज़िंदाबाद के नारे से इतने डर गए की आपकी पुलिस ने नौजवान को गोली मारकर हत्या कर दी?@asadowaisi @aimim_national pic.twitter.com/27f3AoT5fY— MAROOF KHAN (@marooftweets) June 10, 2022
শুক্রবারের হিংসায় এখন পর্যন্ত দুই যুবকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতরা হল মুদাসসার (২২) ও শাহিল (২৪)। ২৫ জনেরও বেশি লোক আহত হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রিমস-এ ভর্তি রয়েছে প্রায় ১২ জন। একই সঙ্গে সদর হাসপাতালে ১০-১২ জনের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।আহত রাঁচির এসএসপিও চিকিৎসাধীন রয়েছেন।