খাদের কিনারায় অনবদ্য ব্যাকফ্লিপ যুবকের, বোকামি নাকি বাহাদুরি! ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্কঃ হাতের মুঠোয় মৃত্যু নিয়ে খেলতে অনেকেই ভালবাসেন৷ নেটপাড়ায় সেই সব ভাইরাল ভিডিও (viral video) দেখে অনেকেরই মাথা খারাপ হয়ে যায়। তবে এই নিয়ে নেট পাড়ার বাসিন্দাদের মধ্যে দ্বিমত রয়েছে কারো কাছে এমনটা যেমন দুরন্ত সাহসের পরিচয়। কারো কাছে তা স্রেফ বোকামি। এমনই এক রুদ্ধশ্বাস ভিডিও ফের ভাইরাল হল টুইটারে।

20200619 141318

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ।

কয়েক সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা যায়, খাদের কিনারায় দাঁড়িয়ে এক যুবক অনবদ্য ব্যাকফ্লিপ করছেন। যুবকটি পাথরের একদম শেষ প্রান্তে ল্যান্ড করেন। নামমাত্র ভুলেও প্রাণ যেতে পারত ঐ যুবকের। টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। ভিডিওটি ৩০ ঘন্টায় ৬৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে বলে জানা গিয়েছে।

ক্যাপশনে গোয়েঙ্কা লিখেছেন, শুধু ভাবছি তার কাজটি প্রশংসিত হবে নাকি বোকামি হিসাবে বিবেচিত হবে! তার কথায় অনেক নেটাগরিকেরা সহমত প্রকাশ করেছেন৷ তাদের মধ্যে এতখানি ঝুঁকি নেওয়া স্রেফ বোকামি ছাড়া আর কিছু নয়। যদিও বেশ কিছু নেট জনতা মনে করছেন; এখানে কোনো বোকামি নেই, সবটাই ক্যামেরার কারসাজি। দেখে নিন ভাইরাল সেই ভিডিও

 


সম্পর্কিত খবর