অসম ও বিহারের বন‍্যাত্রাণে অনুদান দিয়ে সাহায‍্য বিরাট-অনুষ্কার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অসম (Assam) ও বিহারের (Bihar) বন‍্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন অনুষ্কা শর্মা (anushka sharma) ও বিরাট কোহলি (virat kohli)। বন‍্যা ত্রাণে অনুদান দিয়ে অসম ও বিহারের মানুষদের দিকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে দুজনেই এই খবর জানিয়েছেন।
নিজেদের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে বিরাট ও অনুষ্কা লেখেন, ‘দেশে করোনা মহামারির এই ভয়াবহ পরিস্থিতির মধ‍্যে বিহার ও অসমের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠেছে বন‍্যায়। অসম ও বিহারের মানুষদের জন‍্য প্রার্থনা করার পাশাপাশি আমরা ঠিক করেছি তিনটি সংস্থার মাধ‍্যমে সাহায‍্যের হাত বাড়িয়ে দেব যারা বন‍্যা ত্রাণে খুব ভাল কাজ করছে। আপনারা সহমত হলে দয়া করে এই সংস্থাগুলির মাধ‍্যমে ওই রাজ‍্যের মানুষদের সাহায‍্য করুন।’


র‍্যাপিড রেসপন্স, গুঞ্জ ও অ্যাকশন এইড এই তীনটি সংস্থাকে অনুদান দিয়েছেন বিরাট অনুষ্কা। তবে সেই অনুদানের পরিমাণ প্রকাশ করেননি। পাশাপাশি তিনটি সংস্থার সঙ্গে যোগাযোগ করার তথ‍্যও সোশ‍্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছেন তাঁরা।

https://www.instagram.com/p/CDQSsMRJZbd/?igshid=18uhwhyaxwt5h

এর আগে বন‍্যাত্রাণে অনুদান দিয়ে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। টুইট করে অসমের বন‍্যা ত্রাণে সাহায‍্যের হাত বাড়ানোর জন‍্য অনুরাগীদের অনুরোধ করেন প্রিয়াঙ্কা। তিনি লেখেন, ‘বিশ্বব‍্যাপী মহামারির মধ‍্যে ভারতের রাজ‍্য অসমের ওপর আরও এক বিপর্যয় নেমে এসেছে। ভারী বৃষ্টিপাতের জন‍্য ভয়ানক বন‍্যার পরিস্থিতি হয়েছে সেখানে। লক্ষাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। বাড়িঘর, সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণের আন্দাজ করাও কঠিন। বিশ্বের অন‍্যতম অভয়ারণ‍্য কাজিরাঙ্গা ন‍্যাশনাল পার্কও বন‍্যা কবলিত।’
প্রিয়াঙ্কা আরও লেখেন, ‘আমাদের সাহায‍্যের দরকার ওদের। এখানে কয়েকটি প্রতিষ্ঠানের তথ‍্য দিচ্ছি আমি যারা অসমে খুবই ভাল কাজ করছে। আমি ও নিক দুজনেই ত্রাণে অনুদান দিয়েছি। আমরা ওদের সাহায‍্য করলে ওরা দুর্গতদের সাহায‍্য করতে পারবে।’
বিহারের মেয়ে প্রিয়াঙ্কা সাহায‍্যের হাত বাড়িয়েছেন বিহারের বন‍্যা ত্রাণেও। টুইটে তিনি লেখেন, ‘ভারী বর্ষার কারনে ভারতের ভারতের বহু রাজ‍্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার জন্মভূমি বিহারেও অত‍্যধিক বৃষ্টিপাতের জন‍্য বন‍্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অসমের মতোই বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে বাড়িছাড়াও হয়েছেন। আমাদের সাহায‍্য দরকার তাদের। ইতিমধ‍্যেই আমি ও নিক কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদান দিয়েছি যারা সেখানে সক্রিয় ভাবে বন‍্যা ত্রাণে সাহায‍্য করছে। এবার আপনাদের পালা।’

X