বাংলা হান্ট ডেস্কঃ সেই টেস্ট সিরিজ থেকে শুরু হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির তর্কাতর্কি, টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও তা অব্যহত। বারেবারে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শনিবার পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ইংল্যান্ড ওপেনার জস বাটলার এর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি।
ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক যখন ভারতীয় বোলারদের ওপর চাপ সৃষ্টি করছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ঠিক সেই সময়ই আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান বাটলার। আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যাওয়ার সময় তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন যা একেবারেই মেনে নিতে পারেননি বিরাট। সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার জন্য এগিয়ে আসেন কোহলি, যা নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক।
12.5 ওভারে মাত্র এক উইকেট হারিয়ে 130 রান করে ফেলেছিল ইংল্যান্ড। যার ফলে চিন্তা বাড়ছিল ভারতীয় শিবিরে। সেই সময়ই বাটলারকে আউট করে দেন ভুবনেশ্বর কুমার, যেটা ভারতীয় দলের জন্য খুবই খুশির। কারণ বাটলার আর কিছুক্ষণ ক্রিজে থাকলেই তিনি ম্যাচের রং পাল্টে দিতেন। তাই বাটলারের আউট হওয়ায় বেশ উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটাররা।
https://twitter.com/Rkv_fan_club/status/1373319156485951493?s=20
মাঠের মধ্যে বেশ কিছুক্ষণ বাক্য বিনিময় করতে দেখা যায় ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং জস বাটলার কে। পরে আম্পায়ার গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং তিনি বাটলার কে প্যাবিলিয়নে ফেরৎ পাঠান। তারপর আম্পায়ার নীতিন মেননের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় বিরাট কোহলিকে।