বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের (IPL) সবথেকে সফল অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma)। সাফল্যের দিক দিয়ে এম এস ধোনি (Ms dhoni), বিরাট কোহলিকেও (Virat kohli) পিছনে ফেলে দিয়েছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা মোট পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন এছাড়াও খেলোয়াড় হিসেবে জিতেছেন আরও একবার। একই সঙ্গে আইপিএলে আয়ের দিক দিয়েও রোহিত শর্মা অন্যদের পিছনে ফেলে দিয়েছেন।
ইনসাইডস্পোর্ট মানি বল রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত আইপিএল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা 131 কোটি উপার্জন করেছে।
2008 সালে আইপিএল উদ্বোধনের সময় রোহিত শর্মাকে 3 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল ডেকানে চার্জার্স। তার পরের দু’বছর ওই একই পরিমাণ টাকা বেতন পেয়েছিলেন রোহিত শর্মা। 2011 সালে ডেকানে চার্জার্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগদান করেন রোহিত শর্মা। নিলামে রোহিত কে 9.2 কোটি টাকায় দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর থেকে মুম্বাইয়েই রয়েছেন রোহিত শর্মা। 2012 ও 2013 সালেও একই পরিমাণ বেতন পান রোহিত। 2014 সালে নিজের দর বাড়িয়ে নেন রোহিত শর্মা রিটেন প্লেয়ার হিসেবে রোহিত পান 12.5 কোটি টাকা। 2015, 2016 ও 2017 এই তিন বছরও একই বেতন পান রোহিত শর্মা। তবে 2018 সাল থেকে এখনও পর্যন্ত প্রত্যেক বছর 15 কোটি টাকা করে পাচ্ছেন রোহিত শর্মা।
তবে মিলিয়ে চুক্তিবাবদ এখনও পর্যন্ত রোহিত শর্মা পেয়েছেন 131 কোটি টাকা যা বিরাট কোহলির থেকেও বেশি। বিরাট কোহলি এখনও পর্যন্ত চুক্তি বাবদ 126 কোটি টাকা উপার্জন করেছেন আইপিএল থেকে।