বাংলা হান্ট ডেস্কঃ ওয়ানডে, টিটোয়েন্টির পর শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজ (India vs australia test series)। আর এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ছিল অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই লজ্জাজনক ভাবে হারতে হল ভারতীয় দলকে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করে 242 রান তোলে ভারত, জবাবে ব্যাটিং করতে নেমে 191 রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
Rahul Dravid or Anil Kumble.Kohli needs to step down from captaincy too. A good batsman can’t be the criteria for becoming a team captain. #ShastriOut shastri appointment was as bad as it can get.What credentials did he have to become the coach. Only reason was Kohli favoured him https://t.co/g6AWXYfW9J
— Amit Sooden (@hitman25091979) December 19, 2020
#INDvsAUSTest
No doubt #Kohli is a great player
But we want a new captain #RohitSharma pic.twitter.com/qjOKVbTDXV— BadCaptain.14 (@AshiqueDiljala) December 19, 2020
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ধ্বস নামে ভারতীয় ব্যাটিংয়ে। মাত্র 36 রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে 90 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। মাত্র দু-উইকেট হারিয়েই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেওয়া অজিরা। যার ফলে চার ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
Word of Legend:- Prithvi Shaw have ability like Sachin Sehwag and Lara #INDvAUS
Ravi Shastri always rocks 🍻 pic.twitter.com/Wf9CLZLVpf
— Priyanshu Rai (@itsPRB) December 18, 2020
Meanwhile Ravi shastri trying to figure out who is coming back to pavilion, rahane or kohli. #INDvsAUSTest pic.twitter.com/z2pMpckdp1
— YASWANTH JANASAINIK™🇮🇳 (@YaswantJanasena) December 19, 2020
ভারতের এই লজ্জার হারের পরই ক্ষুব্ধ হয়েছেন সর্মথকরা। অনেকে ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর দাবি তুলেছেন। তারা দাবি তুলেছেন যত দ্রুত সম্ভব রবি শাস্ত্রীকে সরানো হোক হেড কোচের পদ থেকে। এছাড়া অনেকেই আবার অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরানোরও দাবি তুলেছেন।