ভারতের লজ্জার হারের পর শাস্ত্রী-কোহলিকে সরানোর জোর দাবি উঠল সোশ্যাল মিডিয়া জুড়ে

বাংলা হান্ট ডেস্কঃ ওয়ানডে, টিটোয়েন্টির পর শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজ (India vs australia test series)। আর এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ছিল অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই লজ্জাজনক ভাবে হারতে হল ভারতীয় দলকে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করে 242 রান তোলে ভারত, জবাবে ব্যাটিং করতে নেমে 191 রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ধ্বস নামে ভারতীয় ব্যাটিংয়ে। মাত্র 36 রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে 90 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। মাত্র দু-উইকেট হারিয়েই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেওয়া অজিরা। যার ফলে চার ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

https://twitter.com/itsPRB/status/1339930961832603649?s=20

https://twitter.com/Yaswant88395597/status/1340164387512799233?s=20

ভারতের এই লজ্জার হারের পরই ক্ষুব্ধ হয়েছেন সর্মথকরা। অনেকে ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর দাবি তুলেছেন। তারা দাবি তুলেছেন যত দ্রুত সম্ভব রবি শাস্ত্রীকে সরানো হোক হেড কোচের পদ থেকে। এছাড়া অনেকেই আবার অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরানোরও দাবি তুলেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর