করোনার কারণে এই মুহূর্তে বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই করছে ভারতবর্ষও। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আগেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন বিরাট কোহলি। আর এবার করোনার বিরুদ্ধে লড়াই করা মুম্বাই পুলিশকে সাহায্যের জন্য এগিয়ে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা। করোনা মোকাবিলায় মুম্বাই পুলিশকে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা মিলে মোট 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন।
ভারতের মধ্যে সবথেকে বেশি করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এই মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে যা যা করা দরকার সমস্ত ব্যবস্থা নিচ্ছে মহারাষ্ট্র সরকার। অপরদিকে করোনার বিরুদ্ধে সরকারের পাশাপাশি লড়াই করছে মুম্বাই পুলিশ। আর সেই কারণে মুম্বাই পুলিশকে সাহায্য করলেন বিরাট কোহলি। মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিং টুইট করে লিখেছেন, ‘মুম্বাই পুলিশকে আর্থিক সাহায্য করার জন্য ধন্যবাদ বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা কে। তাদের এই সাহায্য করোনার বিরুদ্ধে লড়াই করতে করবে মুম্বাই পুলিশকে সাহায্য করবে।’
এর আগেও করোনার বিরুদ্ধে লড়াই করতে বিভিন্ন ভাবে এগিয়ে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুধুমাত্র আর্থিকভাবে সাহায্যই করেননি, তার পাশাপাশি বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে করোনার বিরুদ্ধে সচেতন করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা।