কোহলি আর BCCI-র মধ্যে ফের দ্বন্দ্বের ইঙ্গিত, কোহলির আচমকাই চোট পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির বাদ পড়া নিয়ে আচমকাই অনেক প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। দলের অধিনায়কের আকস্মিক চোট এবং দল থেকে বাদ পড়া নিয়ে অনেকেই বিসিসিআই এবং কোহলির মধ্যে অন্তর্দ্বন্দ্বকে দায়ী করছেন। বিরাট কোহলির অনুপস্থিতিতে লোকেশ রাহুল ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন এবং হনুমা বিহারী প্রথম একাদশে জায়গা পেয়েছেন।

টসের সময় রাহুল বলেছিলেন, ‘দুর্ভাগ্যবশত বিরাটের পিঠের উপরের অংশে টান ধরেছে। তিনি ফিজিওর তত্ত্বাবধানে রয়েছেন। আশা করছি পরের টেস্টের মধ্যেই সে ভালো হয়ে যাবে।’ কোহলি যদি এই টেস্টটি খেলতেন, তাহলে এটি তার ৯৯তম টেস্ট ম্যাচ হতো। জোহানেসবার্গ টেস্ট থেকে বিরাট কোহলির হঠাৎ বিদায়ের কারণে ক্রিকেট মহলে জল্পনা-কল্পনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

virat kohli 1234

বিরাট কোহলিকে ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়। তিনি তার শরীরচর্চার বিষয়ে যথেষ্ট মনোযোগ দেন। তার অধিনায়ক হওয়ার পরই দলে ফিটনেস সংস্কৃতি আসে। এমন খেলোয়াড়ের হঠাৎ পিঠের ব্যথায় বাদ পড়বেন তা সত্যিক কিছুটা আশ্চর্যের। জোহানেসবার্গ টেস্টের প্রাক্কালে বিরাট কোহলি সংবাদ সম্মেলনেও যোগ দেননি, যা নিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকরা প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করেছিলেন।

রাহুল দ্রাবিড়ের এই সংবাদ সম্মেলনের পরে, বিরাট কোহলি দলের বাকি খেলোয়াড়দের সাথে অনুশীলনও করেছিলেন, কিন্তু ম্যাচের আগে হঠাৎ প্রথম একাদশ থেকে বাদ হয়ে গেলে সবাই অবাক হয়ে যায়। কারণ ম্যাচ শুরুর আগের দিনও বিরাট কোহলি নিজে অনুশীলন করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর