বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাটিং করে ব্যাটিং বিপর্যয় ঘটে টিম ইন্ডিয়ার, মাত্র 124 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 16 ওভার এর আগেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় ইংলিশ ব্যাটসম্যানরা।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড এর কাছে 27 বল বাকি থাকতে 8 উইকেটে হারতে হয় ভারতকে। এইদিন শ্রেয়স আইয়ার ছাড়া কোন ভারতীয় ব্যাটসম্যানই ব্যাট হাতে সফল হননি। প্রত্যেকেই দ্রুত আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে গিয়েছেন। ম্যাচ হারার পর দলের ক্রিকেটারদের দিকেই আঙ্গুল তুলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ হারার পর দলের ব্যাটসম্যানদের উপর ক্ষোভ প্রকাশ করে কোহলি বলেন, ” এই উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয় সেটা আমরা বুঝতেই পারি নি। যার জন্য ভুলভাল শট খেলে আমরা হাউট হয়েছি। এটা আমাদের দ্রুত শোধরাতে হবে।”
তবে দলের ব্যাটসম্যানদের ওপর ক্ষোভ প্রকাশ করলেও শ্রেয়স আইয়ারের প্রশংসা শোনা গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির মুখে। শ্রেয়স আইয়ারের প্রশংসা করে কোহলি বলেছেন, ” এই পিচে কিভাবে খেলতে হয় সেটা শ্রেয়স আমাদের শিখিয়েছে। এই ধরনের পিচে কয়েক মুহুর্ত সময় কাটানোর পরে প্রথম থেকে চালিয়ে খেলতে হয়, সেটা শ্রেয়সের ব্যাটিং দেখে আমরা বুঝতে পেরেছি।” আমরা প্রথম দিকে অনেক উইকেট হারিয়ে ফেলায় শ্রেয়স চেষ্টা করেও আমাদের রান 150-160 এ পৌঁছাতে পারেনি।