বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে 8 উইকেটে হারে ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। ম্যাচের নায়ক ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি আরও একটি বিশ্বরেকর্ড গড়ল অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করলেন কোহলি।
প্রথম ম্যাচেই এই বিশেষ কীর্তি অর্জন করার সুযোগ ছিল ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে খাতায় খুলতে পারেননি তিনি। শূন্য রানে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরতে হয় কোহলিকে। যার ফলে সুযোগ হাতছাড়া হয় কোহলির। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ হাতছাড়া করেননি অধিনায়ক কোহলি, দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে দলকে জেতানোর পাশাপাশি প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে তিন হাজার রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
https://twitter.com/BCCI/status/1371153242881585152?s=20
টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান সম্পন্ন করতে বিরাটের প্রয়োজন ছিল 72 রান। আর এই ম্যাচে 49 বলে 73 রানে অপরাজিত থেকে সেই মাইলফলক স্পর্শ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গতকাল ভারতের ইনিংসের 18 তম ওভারের পঞ্চম বলে ছয় মেরে ভারতকে ম্যাচ জেতানোর পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান পূর্ণ করেন বিরাট কোহলি। এই তিন হাজার করতে বিরাট কোহলির লেগেছে 81 টি ইনিংস। 2839 রান করে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গুপ্টিল এবং তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহঅধিনায়ক রোহিত শর্মা তার সংগ্রহ 2773 রান।
https://twitter.com/BCCI/status/1371153242881585152?s=20