বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজের নামে আরও একটি বিশ্বরেকর্ড করলেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এভাবে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দলটি। ম্যাচে (ভারত বনাম নিউজিল্যান্ড) ৫৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় কিউই দল। ক্রিকেটার হিসেবে টেস্টে এটি কোহলির ৫০তম জয়। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি তিনটি ফরম্যাটেই ৫০ টি জয়ের রেকর্ড করা কোহলি বিশ্বের প্রথম খেলোয়াড় হয়ে গেলেন। যে কৃতিত্ব নেই এমএস ধোনি অথবা অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটারদেরও।
টেস্টের কথা বলতে গেলে, ক্রিকেটার হিসেবে রিকি পন্টিং ১০৮টি ম্যাচ জিতেছেন। ওয়ানডেতে ২৬২ টি ম্যাচ জেতার রেকর্ডও রয়েছে তার। কিন্তু টি টোয়েন্টিতে বেশি মাঠে নামার সুযোগ পাননি তিনি। তাই মাত্র ৭ টি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। বিরাট কোহলি একজন ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০ টি ম্যাচ, ওয়ানডেতে ১৫৩ টি এবং টি-টোয়েন্টিতে ৫৯ টি ম্যাচ জিতেছেন। অর্থাৎ তিন ফরম্যাটেরই রাজা বলা যেতে পারে তাকে।
শচীন টেন্ডুলকার ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জয়ী ক্রিকেটার। তিনি জিতেছেন মোট ৭২টি টেস্ট, ২৩৪ টি ওয়ান ডে। টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছিলেন সেটিও জিততে পেরেছেন। মহেন্দ্র সিং ধোনির টেস্টে ৩৬ টি ম্যাচ, ওয়ান ডে-তে ২০৫ টি ম্যাচ এবং টি টোয়েন্টি-তে ৫৭ টি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে। অর্থাৎ টেস্টে ৫০ জয়ের অঙ্ক ছুঁতে পারেননি ধোনি। টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসরের পরই টেস্ট দলের অধিনায়ক করা হয়েছিল কোহলিকে।
আন্তর্জাতিক টি টোয়েন্টি প্রসঙ্গে বলা যায়, পাকিস্তানের শোয়েব মালিক ৮৬ ম্যাচ জিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন। ওডিআইতে, তিনি ১৫৬ টি জয় নথিভুক্ত করেছেন কিন্তু টেস্টে তিনি মাত্র ১৩ টি ম্যাচে জিততে পেরেছেন। অপরদিকে আর এক ভারতীয় তারকা রোহিত শর্মা টি-টোয়েন্টিতে ৭৮ টি ম্যাচ, ওয়ান ডে-তে ১৩৮ টি ম্যাচ এবং টেস্টে ২৪ টি ম্যাচ জিতেছেন। অর্থাৎ সবার থেকে এগিয়ে কোহলিই।