অবশেষে মুখ খুললেন বিরাট, জানালেন টেস্ট অধিনায়কত্ব ছাড়ার আসল কারণগুলি

বাংলার হান্ট নিউজ ডেস্ক: টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে প্রথমবারের জন্য নিজের প্রতিক্রিয়া জানালেন বিরাট কোহলি। নীরবতা ভেঙে নিজের সিদ্ধান্তে এবং গোটা বিতর্কিত বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বিরাট বলেছেন যে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তার অধিনায়ক হওয়ার দরকার নেই।

একটি সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, “মহেন্দ্র সিং ধোনি যখন ভারতের অধিনায়কত্ব ছেড়েছিলেন তখন তিনিও দলের একজন অংশ ছিলেন। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পরও দলের অঘোষিত নেতা ছিলেন তিনি। প্রয়োজনে তার কাছ থেকে পরামর্শও নেওয়া হতো। আমি যখন ভারতের অধিনায়ক হয়েছিলাম, আমার লক্ষ্য ছিল দলের মধ্যে কিছু সংস্কৃতির পরিবর্তন ঘটানো কারণ ভারতে দক্ষতার কোনও অভাব নেই। বিশ্বের খুব কম দলই এত দক্ষ খেলোয়াড় আছে।”

viratkohlikid 770x433 1

বিরাট এখন ভারতীয় দলের হয়ে খেলবেন ব্যাটসম্যান হিসেবে। তিনি এ বিষয়ে বলেন, “আমি মনে করি আপনি যা অর্জন করতে চান এবং আপনি সেসব অর্জন করতে পারলেন কি না সেই সম্পর্কে আপনার নিজস্ব কিছু ধারণা থাকা উচিত? সবকিছুরই একটি সময়সীমা থাকে এবং আপনার সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। ব্যাটার হিসেবে আপনিও দলকে অনেক কিছু দিতে পারেন, তাই আপনি দলের অংশ সেই হিসাবেই আপনার গর্ব করা উচিত।”

বিরাট আরও বলেন, “সিনিয়র হওয়াও নেতৃত্বের একটি অংশ। আমি মনে করি একজনকে প্রতিটি ভূমিকা এবং দায়িত্বের জন্য প্রস্তুত থাকা উচিত। আমি মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছি এবং তারপর পরবর্তীতে অধিনায়ক হয়েছি কিন্তু আমার তার প্রতি চিন্তাভাবনা সবসময় একই ছিল। আমি সবসময়ই এমন চিন্তা করেছি।” সীমিত ওভারে বিরাটের অধিনায়কত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুললেও একজন টেস্ট অধিনায়ক বিরাট ৬৮টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করে দেশকে ৪০টি টেস্ট ম্যাচে জয় এনে দিয়েছেন যা যে কোনও ভারতীয় অধিনায়কের চেয়ে বেশি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর