পন্থের খারাপ শট দেখে রক্তচক্ষু দেখালেন কোহলি, বিরাটের প্রতিক্রিয়ার ভিডিও ভাইরাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রিশভ পন্থকে প্রায়ই তার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং পদ্ধতির জন্য সমালোচনার মুখে পড়তে হয়। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচেও একই ঘটনা ঘটেছে। সেই ম্যাচে ভারত চার রানে হেরেছে। পন্থ ২৮৮ রান তাড়া করার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে ব্যাট করতে এসেছিলেন। কিন্তু তিনি প্রথম বলেই আউট হয়ে ফেরেন যার ফলে দক্ষিণ আফ্রিকার সুবিধা হয়ে যায়।

কিন্তু পন্থ আউট হওয়ার চেয়েও পন্থ যেভাবে আউট হয়েছেন সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নিজের ফেস করা প্রথম ডেলিভারিতেই বড় শট মারতে গিয়ে ডিপ কভারে ধরা পড়েছিলেন পন্থ। প্রায় আত্মহত্যাই করেছেন পন্থ যা ভক্তদের একেবারেই ভাল লাগেনি। ক্রিজের অন্য প্রান্তে উপস্থিত প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও পন্তের দায়িত্বজ্ঞানহীনতায় অসন্তুষ্ট ছিলেন।

 

পন্থ যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন, কোহলি তাকে কিছু বললেন না কিন্তু তার দিকে বেশ খানিকক্ষণ আগুন জ্বলা চোখে তাকিয়ে ছিলেন। তিনি একটি অপ্রয়োজনীয় শট খেলে তার উইকেট ছুড়ে ফেলে এসেছিলেন। ঘটনাটি ঘটে ২৩ তম ওভারের শেষ ডেলিভারিতে আন্দিলে ফেলাকুওয়েওর করা বলে।

https://twitter.com/SlipDiving/status/1485267606835580931?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1485267606835580931%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-5568850464135032226.ampproject.net%2F2201071715000%2Fframe.html

সেই ওভারেই ভারত সেট ব্যাটার শিখর ধাওয়ানকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছিল। ধাওয়ান ৭৩ বলে ৬১ রান করে আউট হওয়ার আগে প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৮ রান যোগ করেছিলেন। পন্থ আউট হওয়ার পরপরই কোহলিকেও কেশব মহারাজ ৬৫ রানের মাথায় ফিরিয়ে দেন। সূর্যকুমার যাদব এবং শ্রেয়াস আইয়ার চেষ্টা করলেও লাভ হয়নি আর।

Reetabrata Deb

সম্পর্কিত খবর