জঙ্গিদের টার্গেট বিরাট কোহলি, চিঠি পেয়েই নিরাপত্তা বাড়ল টিম ইন্ডিয়ার

বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীর ইস্যুর জেরেই বার বার ভারত ও পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়েছে৷ ভারতে পুলু আমার থেকে বড়সড় জঙ্গি হামলা ঘটানোর হুমকি দিয়ে আসছে পাক প্রশাসন৷ এবার জঙ্গিদের নিশানায় স্বয়ং ভারত ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি৷ লস্কর ই তৈবার তরফ থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে চিঠি দিয়ে তেমনটাই জানানো হয়েছে৷ যদিও এর আগে অমিত শাহ সহ দেশের একাধিক তাবড় ব্যক্তিত্বরা লস্কর ই তৈবার নিশানায় ছিল, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই তালিকায় ছিলেন৷ তবে নতুন একটি চিঠি পাঠিয়ে বিরাট কোহলিকেও নিশানা করেছে লস্কর ই তৈবা৷Virat Kohli

তবে আসন্ন দেশের মাটিতে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক দিনরাত টেস্ট ক্রিকেটের আগে বিরাট কোহলিকে এভাবে হুমকি দেওয়ায় কার্যত চিন্তার ভাঁজ পড়েছে বিসিসিআইয়ের কপালে তাই তো টিম ইন্ডিয়ার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ এনআইএর তরফে বিসিসিআইকে সতর্ক করার পর ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড৷ যদিও এই প্রথমবার নয় এর আগেও লস্কর ই তইবা বারবার ভারত বিরোধী কার্যকলাপে সরব হয়েছিল৷ তাই এ বার ভারতীয় ভিআইপিদের বিরুদ্ধে নাশকতার ছক কষছে লস্কর ই তইবা৷

উল্লেখ্য, 22 নভেম্বর তারিখে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও বাংলাদেশের দিন রাতের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট৷ এই প্রথম আন্তর্জাতিক দিন রাতের টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হতে চলেছে দেশের মাটিতে৷ এই নিয়ে এখন বিসিসিআইয়ের প্রস্তুতি জোর কদমে কিন্তু তার আগে এ ভাবে ভারতের ক্যাপ্টেন হুমকি পাওয়ার চিন্তা বাড়ছে বিসিসিআইয়ের৷


সম্পর্কিত খবর