ক্রিকেট জীবনের একেবারে শুরুর দিকে এই বোলারকে নকল করতেন বিরাট কোহলি

 

বাংলা hunt ডেস্ক : এই মুহুর্তে বিশ্বের অন‍্যতম সেরা ব‍্যাটসম‍্যান তিনি।মাঠে তার আগ্রাসী মনোভাবের সামনে কুকড়ে যায় বিপক্ষের বোলাররা।এহেন বিরাট নিজেও একসময় করতে বোলিং।শুধু বোলিং করা হয় দেশের জার্সি ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে তার নেওয়া উইকেটের সংখ‍্যা আট

 

যদিও ২০১৭ এর পর থেকে আমরা আর বিরাট ক দেখেনি বোলিং করতে, কারন তার পিঠে খানিকটা সমস্যা আছে।সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন ক্রিকেট জীবনের প্রথম দিকে নেটে তিনি তারকা ইংল‍্যান্ড বোলার জিমি এ্যন্ডারসনের নকল করতেন।

3761a img 20190603 wa0024

পরবর্তী সময়ে এ্যন্ডারসনের সাথে তার পরিচয় হলে তাকে এই বিষয়টি বলেছিলেন চিকু।এবং দুজনেই বিষয়টি নিয়ে প্রচণ্ড হাসাহাসি করেছিলেন।প্রসঙ্গত, সম্প্রতি বিরাটকে দেখা গেছিলো প্রাক্টিসে বোলিং করতে, এরপর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে তৈরী হয়েছিল বিরাট এক জল্পনা।যে বিশ্বকাপের প্রথম ম‍্যাচ থেকেই হয়তো দলের স্বার্থে বোলিং করতে দেখা হতে পারে।আগামী ৫ ইমে , সাউথ আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।


সম্পর্কিত খবর