খুশির খবর বিরাট কোহলির জন্য, শততম টেস্ট ম্যাচের আগে বড় উপহার দিল BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টটি খেলা হবে মোহালিতে। এই ম্যাচ দিয়ে ভারতীয় ক্রিকেট দলে এক রোহিত যুগের সূচনা হবে। নিজের কেরিয়ার্স প্রথমবারের মতো কোনও টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। বিরাট যুগের অবসান যদিও হয়ে গেছে তবুও মোহালির এই টেস্ট বিরাটের জীবনে খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি হবে বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ। এখন বিসিসিআই তার শততম টেস্ট ম্যাচের আগে কোহলিকে একটি বড় সুখবর দিয়েছে।

ম্যাচ শুরু হওয়ার কিছুদিন আগে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছিল করোনার কারণে তারা ঝুঁকি নিয়ে দর্শকদের মাঠে আসার অনুমতি দিতে পারছে না। কিন্তু এখন ৫০ শতাংশ দর্শককে মাঠে আসতে দিয়েছে বিসিসিআই। বিরাট কোহলি দ্বাদশ তম ভারতীয় হিসেবে ভারতের হয়ে ১০০ টেস্ট ম্যাচ খেলবেন। এখন মাঠের দর্শকরাও তার শততম টেস্ট ম্যাচের সাক্ষী থাকবেন। বিরাট চাইবেন যে বড় রান করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে।

virat kohli 12fd

বিরাট কোহলি এই প্রজন্মের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান। বিশ্বের প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশে তিনি রান করেছেন। সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ (৭১টি) শতরান করা ভারতীয় তিনি। যে কোনও উইকেটেই রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। কোহলি এখনও অবধি ৯৯ টি টেস্ট ম্যাচ খেলে ৭৯৬২ রান করেছেন।

এই টেস্টে শতরান করতে পারলে প্রথম ভারতীয় হিসাবে নিজের ১০০ তম টেস্টে শতরানকারী ভারতীয়তে পরিণত হবেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ৯ জন খেলোয়াড় নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। প্রথমবারের মতো, ইংল্যান্ডের কলিন কাউড্রে ১৯৬৮ সালে এই কীর্তি গড়েছিলেন। তারা ছাড়াও এই কীর্তি করেছেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, পাকিস্তানের ইনজামাম-উল-হক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও হাশিম আমলা এবং ইংল্যান্ডের জো রুট। এরমধ্যে অজি কিংবদন্তি রিকি পন্টিংই একমাত্র খেলোয়াড় যিনি সেই টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর