বাংলা হান্ট নিউজ ডেস্ক: এমন কোন ক্রিকেটের আছেন যিনি সব ফরম্যাটেই নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন? এই প্রশ্নের উত্তরে একটাই নাম উঠে আসবে। সেই নামটা হল ভারতীয় দলের (Team India) এই প্রজন্মের সেরা তারকা বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট হোক বা ওডিআই বা টি-টোয়েন্টি, যখনই প্রত্যেকটি ফরম্যাটে সেরা ক্রিকেটার কারা এই নিয়ে আলোচনা হবে তখন তার নাম তর্কে উঠে আসবেই।
গত বছরের শেষ দিকেই ওডিআই এবং টি-টোয়েন্টিতে নিজের পুরনো ছন্দ ফিরে পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু টেস্ট ক্রিকেটে কিছুতেই সুবিধা করে উঠতে পারছিলেন না। বাংলাদেশের মাটিতে আয়োজিত দুই ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির লড়াইয়ে প্রথম তিনটি টেস্ট ম্যাচে তার পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ।
কিন্তু আহমেদাবাদ টেস্টে অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। ওই টেস্টের ব্যাটিং বান্ধব পরিস্থিতি কাজে লাগিয়ে ১৮৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। শ্রেয়স আইয়ার যদি সুস্থ অবস্থায় মাঠে নামতে পারতেন তাহলে দ্বিশতরানটাও অধরা থাকত না। খুব স্বাভাবিকভাবেই তিনি ওই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
এটি ছিল টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির দশম ম্যাচের সেরা পুরস্কার। এই পুরস্কারটি পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুকুটে এমন একটি পালক জুড়েছে যা বিশ্বের অন্য কোন ক্রিকেটারের নামের পাশে নেই। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই ১০টি বা তার বেশি ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কোহলি।
একনজরে দেখে নেওয়া যাক কোন ফরম্যাটে বিরাট কোহলি কতবার করে ম্যাচের সেরা হতে পেরেছেন…
● টেস্ট: ম্যাচ – ১০৬, ম্যাচের সেরা – ১০ বার
● ওডিআই: ম্যাচ – ২৭১, ম্যাচের সেরা – ৩৮ বার
● টি-টোয়েন্টি: ম্যাচ – ১১৫, ম্যাচের সেরা – ১৫ বার